সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

চারশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

চারশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে লাঞ্চে বাংলাদেশ

গল টেস্টে বাংলাদেশ বড় সংগ্রহ পেতে চলেছে- এমন ধারণা সমর্থকরা গতকালই করেছেন। সেঞ্চুরি করে অপরাজিত থাকা দুই ব্যাটার- মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত আজ দ্বিতীয় দিনের ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই দেড়শ রানের মাইলফলক ছোয়ার আগেই শান্ত আউট হলেও মুশফিক এগোচ্ছেন দুশর পথে। আর তার সঙ্গী হয়েছেন লিটন দাস, তিনিও আছেন ফিফটির পথে। এ দুজনের ব্যাটে স্কোরবোর্ডে ৩৮৩ রানের বড় সংগ্রহ নিয়েই মধ্যাহবিরতিতে গিয়েছে বাংলাদেশ। 

গতকাল প্রথম দিনে শতক হাঁকানোর পর মুশফিক জানান, দ্বিতীয় দিনে শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখতে চান তিনি। তবে বড় ভাইয়ের চাওয়া পুরণ করতে পারেননি টাইগার অধিনায়ক। 


বিজ্ঞাপন


বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। আজ দ্বিতীয় দিনের ব্যাট করতে নামার পর শুরুতেই আউট হন শান্ত। শান্ত প্রথম দিন শেষ করেন ব্যক্তিগত ১৩৬ রানে অপরাজিত থেকে। আজ দ্বিতীয় দিনে তিনি আউট হন দেড়শ রানের মাইলফলক ছোঁয়ার আগেই। ১৫০ রান থেকে ২ রান দূরে থাকতেই সাজঘরের পথ ধরেন আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দিয়ে। 

এদিকে দলীয় ৩০৯ রানে শান্ত ফেরার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন লিটন দাস। শান্তর সঙ্গে ২৬৪ রানের বিশাল জুটি গড়া মুশফিক আজ লিটনের সঙ্গে লাঞ্চের আগে গড়েছেন ৭৭ রানের জুটি। এ দুজনের জুটিতেই চারশর পথে টাইগাররা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে লিটন করেছেন ৪৪ রান, মুশফিক অপরাজিত আছেন ১৪৩ রানে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর