শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচ। গতকাল শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করছে সফরকারীরা। প্রথম দিনেই টাইগারদের সুবিধাজনক অবস্থানে নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকু রহিমের জুটি। এ দুজনই কাল পেয়েছিলেন সেঞ্চুরির দেখা।
শতক হাঁকানোর পর মুশফিক জানান, দ্বিতীয় দিনে শান্তর ব্যাটে ডাবল সেঞ্চুরি দেখতে চান তিনি। তবে বড় ভাইয়ের চাওয়া পুরণ করতে পারেননি টাইগার অধিনায়ক।
বিজ্ঞাপন
বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। আজ দ্বিতীয় দিনের ব্যাট করতে নামার পর শুরুতেই আউট হন শান্ত। শান্ত প্রথম দিন শেষ করেন ব্যক্তিগত ১৩৬ রানে অপরাজিত থেকে। আজ দ্বিতীয় দিনে তিনি আউট হন দেড়শ রানের মাইলফলক ছোঁয়ার আগেই। ১৫০ রান থেকে ২ রান দূরে থাকতেই সাজঘরের পথ ধরেন আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দিয়ে।
এদিকে দলীয় ৩০৯ রানে শান্ত ফেরার পর ক্রিজে মুশফিকের সঙ্গী হন লিটন দাস। গতকাল ১০৫ রানে দিন শেষ করা মুশফিক এখনো পর্যন্ত অপরাজিত আছেন ১৩০ রানে।
এদিকে লিটন দাস ব্যাট করছেন ১৪ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪৩ রান।