শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে আজ থেকে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫০ হওয়ার আগেই ব্যাটিং ধ্বসের আশঙ্কা করছিলেন ক্রিকেটপ্রেমীরা, কেননা টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। তবে সে জায়গাঁ থেকে সফরকারীদের বাঁচিয়েছেন শান্ত ও মুশফিকুর রহিম।
গলে প্রথম দিন শেষ হওয়ার আগেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এ দুই ব্যাটার। দুজনের জোড়া শতকে বাংলাদেশ আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ২৯২ রান। দ্বিতীয় দিনে টাইগাররা আরও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাবে, এমনই প্রত্যাশা সমর্থকদের। সেই সঙ্গে শান্ত-মুশফিকের সংগ্রহও বড় হবে, তাও চান ভক্তরা।
বিজ্ঞাপন
এদিকে সবার মত মুশফিকও চান আরও এগিয়ে যেতে। সেই সঙ্গে শান্তর কাছে ডাবল সেঞ্চুরিও চান তিনি। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমন আশার কথাই জানিয়েছেন মুশফিক। তিনি বলেন, এটা ভালো লাগার বিষয় যে যেখানে আমি শেষ করেছিলাম (গলে), মানুষের প্রত্যাশা অনুযায়ী ওই জায়গা থেকে শুরু করতে পেরেছি। চেষ্টা থাকবে নিজেরটা (ইনিংস) যত বড় করতে পারি। আর শান্তর (নাজমুল) যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’
শান্ত সেঞ্চুরি করার পর দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিক। এ বিষয়ে জানতে চাইলে মুশফিক বলেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’
শান্তকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘শান্ত (নাজমুল) তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটসম্যান হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ।’