মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চেলসির ম্যাচে ৫০ হাজার আসন ফাঁকা, ফিফার পরিকল্পনা নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

চেলসির ম্যাচে ৫০ হাজার আসন ফাঁকা, ফিফার পরিকল্পনা নিয়ে প্রশ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে চেলসি। কিন্তু ম্যাচটি খেলতে হয়েছে প্রায় ফাঁকা গ্যালারির সামনে। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে সোমবার স্থানীয় সময় দুপুর ৩টায় মাঠে নামে ইংলিশ জায়ান্টরা।

৭১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ম্যাচটিতে উপস্থিত ছিলেন মাত্র ২২ হাজার ১৩৭ জন। চেলসির কোচ এনজো মারোসকা ম্যাচের পর বলেন, “আমার কাছে পরিবেশটা একটু অদ্ভুত মনে হয়েছে। স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা। তবে আমরা পেশাদার খেলোয়াড়, যে পরিবেশই হোক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। কখনো পূর্ণ গ্যালারিতে খেলতে হয়, আবার কখনো প্রায় শুনশান গ্যালারিতে। এটা কোনো অজুহাত হতে পারে না।”


বিজ্ঞাপন


এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা ম্যাচটিতে অন্তত ২৬ হাজার দর্শক আশা করেছিল। কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া তো দূরের কথা, গ্যালারির নিচের বড় অংশই ছিল ফাঁকা। মাঝখানের কিছু অংশে তুলনামূলকভাবে দর্শক ছিল বেশি। ম্যাচ শুরুর আগে সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল প্রায় ৬ হাজার টাকার কিছু বেশি, তবে খেলা চলাকালীন সময়ে তা কমে আসে সারে চার হাজার টাকায়। তাও অনেক আসন খালি ছিল প্রায় সব সেকশনে।

লস অ্যাঞ্জেলেস এফসি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের শহর লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টায় এসে খেলেছে, দুই শহরের দূরত্ব প্রায় ২ হাজার মাইলেরও বেশি। তাছাড়া, তারা মূলত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাধ্যতামূলকভাবে। ডিসকোয়ালিফায়েড লিওনের বদলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয় এলএএফসিকে।

মাঠে উপস্থিত ছিলেন এলএএফসির ১৫০ আল্ট্রাস সমর্থক। তাদের জোরালো সমর্থনই পেয়েছেন ফুটবলাররা। চেলসির সমর্থক ছিলেন বেশি, কিন্তু তাদের সাড়া মেলেছে শুধু গোলের সময়, লিয়াম ডেলাপের অভিষেক এবং কিছু বিতর্কিত সিদ্ধান্তে ‘বু’ করার সময়।

সম্প্রসারিত এই নতুন ক্লাব বিশ্বকাপকে ফিফা দেখছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। ওই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তবে ক্লাব বিশ্বকাপের এবারের আসর কেবল যুক্তরাষ্ট্রেই আয়োজন করা হচ্ছে। চেলসি ম্যাচে ২-০ ব্যবধানে জিতে শুরুটা ভালো করলেও গ্যালারির এই শূন্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ফিফার পরিকল্পনা নিয়ে। বড় টুর্নামেন্টের আগেই এমন দর্শক খরা যেন ভাবনায় ফেলেছে আয়োজকদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর