আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার দিনের টেস্ট ম্যাচ চালুর পরিকল্পনা করছে। এর মূল লক্ষ্য ছোট দলগুলোকে আরও বেশি টেস্ট খেলার সুযোগ করে দেওয়া। সম্প্রতি লর্ডসে অনুষ্ঠিত ডব্লিউটিসি ফাইনালে আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্টের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। ২০২৭-২৯ চক্র থেকে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
বর্তমান ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রে সব টেস্টই পাঁচ দিনের। এই চক্রে ৯টি দলের ২৭টি সিরিজের মধ্যে ১৯টি দুই ম্যাচের, ৫টি তিন ম্যাচের এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত নিজেদের মধ্যে একটি করে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। তবে ঐতিহ্যবাহী সিরিজ যেমন অ্যাশেজ, বর্ডার-গাভাসকর ট্রফি এবং নতুন নামকরণকৃত অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি পাঁচ দিনের ফরম্যাটেই থাকবে।
বিজ্ঞাপন
চার দিনের টেস্ট চালু হলে তিন ম্যাচের একটি সিরিজ তিন সপ্তাহেরও কম সময়ে শেষ করা সম্ভব হবে। এতে সময় ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে ছোট দলগুলো। এই ফরম্যাটে দিনে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার খেলার নিয়ম থাকবে, যাতে সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।
আইসিসি এর আগে ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজে চার দিনের টেস্ট অনুমোদন দিয়েছিল। এরপর ২০১৯ ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ড চার দিনের টেস্ট খেলেছে।
সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও দক্ষিণ আফ্রিকার সীমিত সূচি আইসিসিকে ছোট দলগুলোর জন্য আরও সিরিজ ও খেলার সুযোগ বাড়ানোর বিষয়ে ভাবতে বাধ্য করেছে। চার দিনের টেস্ট চালু হলে ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ বাড়বে, যা ক্রিকেটের এই ফরম্যাটকে আরও প্রাণবন্ত করতে পারে।

