সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু চেলসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু চেলসির

গতকাল সোমবার আটলান্টায় ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ডি’র প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এফসিকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় উদযাপন করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি।

চেলসির হয়ে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন নতুন তারকা লিয়াম ডেলাপ, যিনি গোলের জন্য গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেন। প্রথম গোলটি আসে ম্যাচের ৩৪ মিনিটে, যখন নিকোলাস জ্যাকসনের নিখুঁত ডাউনফিল্ড পাস পেয়ে পেদ্রো নেতো প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করেন।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে সতর্ক খেলতে হয় চেলসিকে, কারণ প্রথমার্ধে দুইটি হলুদ কার্ড পেয়েছে দলটি। তবুও আক্রমণ থেকে পিছু হটেনি ব্লুজরা। ৭৯ মিনিটে ডেলাপের দুর্দান্ত ক্রস থেকে আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন।

চেলসির গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচ হবে শুক্রবার ফিলাডেলফিয়ায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর