সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৩৪ বলে ৩২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে চমক ভারতীয় ব্যাটারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

১৩৪ বলে ৩২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আলোচনায় ভারতীয় ব্যাটার

আইপিএলে ভারতের হয়ে সবচেয়ে দ্রুত শতক হাঁকিয়ে আলোচনায় এসেছেন বৈভব সূর্যবংশী। কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর ১৩ বছর বয়সী বন্ধু আয়ান রাজের ব্যাটে দেখা মিলল নতুন বিস্ময়। বিহারের মুজাফফরপুরে ৩০ ওভারের একটি জেলা ক্রিকেট লিগে আয়ান খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস, মাত্র ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান!

সংস্কৃত ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন আয়ান। ইনিংসে ছিল ২২টি ছক্কা আর ৪১টি চারের মার। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ২৯৬ রান! স্ট্রাইক রেট ছিল ২২০.৮৯। ম্যাচের বেশিরভাগ বলই তিনিই খেলেছেন, এক কথায় একাই লড়েছেন পুরো ম্যাচে।


বিজ্ঞাপন


এই ইনিংসের পর সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে আয়ান জানান, আইপিএল-তুফানে নাম কামানো বৈভব সূর্যবংশী তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা। "ভৈভব ভাইয়ের সঙ্গে যখনই কথা বলি, একটা বিশেষ অনুভূতি হয়। আমরা একসঙ্গে ছোটবেলায় খেলেছি। এখন ও বড় মঞ্চে নিজের জায়গা বানিয়েছে, আমিও ওর পথ ধরেই এগোতে চাই," বলেছেন আয়ান। 

আয়ানের বাবা এক সময় নিজেও ক্রিকেট খেলতেন, স্বপ্ন ছিল ভারত দলে খেলার। ছেলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছে। পরিবার থেকেও মিলছে পূর্ণ সমর্থন। আয়ান জানেন, সামনে পথ কঠিন, কিন্তু লক্ষ্য একটাই- ভারতের জার্সি গায়ে চড়ানো।

Screenshot_2025-06-16_193107

অন্যদিকে, বৈভব সূর্যবংশীর আইপিএল অভিষেকটা ছিল নজরকাড়া। অধিনায়ক সঞ্জু স্যামসন চোট পেলে রাজস্থান রয়্যালসের একাদশে সুযোগ পান এই তরুণ। মাত্র সাত ইনিংসেই করেন ২৫২ রান, গড় ছিল ৩৬। স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫, যা পুরো টুর্নামেন্টে ছিল সেরা। মাত্র সাত ম্যাচেই দলের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।


বিজ্ঞাপন


এবার অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন বৈভব। ইংল্যান্ড সফরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। মুম্বাইয়ের আয়ুষ মাথরির নেতৃত্বে খেলবে ভারত দল, যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক করেছেন। আগামী ২৪ জুন হবে প্রস্তুতি ম্যাচ। ২৭ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ জুলাই থেকে শুরু হবে মাল্টি-ডে সিরিজ।

একজন আইপিএলে তোলপাড় করা তরুণ, আরেকজন বয়স মাত্র ১৩, তবু ব্যাটে আগুন। একই বন্ধুত্বের গল্পে জড়িয়ে এখন ভারতের ক্রিকেটে নতুন আলো ছড়াচ্ছেন বৈভব আর আয়ান। একজন অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে, আরেকজন ভবিষ্যতের তারকা হয়ে উঠছেন চোখের সামনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর