২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তবে ইংল্যান্ড সফরের জন্য ভারতের সেই দলে জায়গা পাননি মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর্মার সারফরাজ খান। ২৭ বছর বয়সী এই ব্যাটারকে ঘিরে বহুদিন ধরেই আলোচনা চলছিল। ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করেছিলেন, কিন্তু এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
মূল দলে না থাকলেও ‘ইন্ডিয়া এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন সারফরাজ। সেখানে ক্যান্টারবারিতে খেলেছিলেন ৯২ রানের দুর্দান্ত ইনিংস। তবুও মূল দলের সুযোগ এল না তার হাতে। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার ও বিশ্লেষক আকাশ চোপড়া।
বিজ্ঞাপন
আকাশ চোপড়া বললেন, "সারফরাজ খান এখন পর্যন্ত কোনো ভুল করেনি। সে তো সুযোগ পেয়েই ৯০-এর বেশি রান করেছে। হ্যাঁ, সেঞ্চুরি হয়নি, কিন্তু রান তো করেছিল। তারপরও তাকে বাদ দেওয়া হলো, টেস্ট দলে নেই।"
তিনি আরও বলেন, "সারফরাজ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ হয়নি, কারণ ওকে সুযোগই দেওয়া হয়নি। এটা মোটেও ভালো গল্প না। যদি মনে করেন ওর টেকনিক বা খেলার ধরণ নিয়ে আস্থা নেই, তাহলে 'ইন্ডিয়া এ' দলে কেন পাঠালেন?"
চোপড়া বলেন, "আপনি যদি মনে করেন সে রান করতে পারে, তাই 'ইন্ডিয়া এ' দলে জায়গা পেয়েছে। তাহলে তাকে টেস্ট দলেও খেলান। বেঙ্গালুরুতে সে সেঞ্চুরি করেছিল, তারপর দু-এক ম্যাচে ব্যর্থ হলেও সেই ম্যাচগুলোতে কেউই রান করেনি। অস্ট্রেলিয়ায় তো একটা ম্যাচও খেলেনি, এমনকি নামও ছিল না আলোচনায়। তাই সে যদি ভাবে, ওর সঙ্গে কিছু অন্যায় হচ্ছে, তাহলে সেটাও অস্বাভাবিক না।"
এই অবস্থায় বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার অবশ্য বলেছেন, দলের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। "করুণ নায়ারকে সাত বছর পর আবার টেস্ট দলে নেওয়া হয়েছে ঘরোয়া পারফরম্যান্সের ভিত্তিতে। আমরা মনে করি সে ইংল্যান্ডে ভালো করতে পারবে। সারফরাজ প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিল, তারপর হয়তো রান আসেনি। তবে সিদ্ধান্তগুলো নিতে হয় দলের বৃহত্তর স্বার্থের জন্য," বলেছেন আগারকার।
বিজ্ঞাপন
তবে সমর্থক ও বিশ্লেষকদের চোখে এই ব্যাখ্যা যথেষ্ট নয়। ধারাবাহিক রান করা, সুযোগ পেলেই পারফর্ম করা সারফরাজ কেন দলে ব্রাত্য? আকাশ চোপড়ার মতো অনেকেই মনে করেন, "সারফরাজ হয়তো কিছুই ভুল করেনি। তবুও একাদশ তো দূরের কথা, চিন্তার ঘরেই নেই সে, এটা দুঃখজনক।"

