আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আগেই জানিয়েছিল। এবার প্রকাশিত হলো পূর্ণাঙ্গ সূচি। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে ৩০ সেপ্টেম্বর, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে গড়াবে উদ্বোধনী ম্যাচ।
হাইব্রিড মডেল অনুসারে, রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। ভারতীয় মাটিতে খেলবে না তারা। পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তবে সেমি ও ফাইনালও হবে কলম্বোতেই। অন্যথায় বাকি সব নকআউট ম্যাচ হবে ভারতের ভেন্যুতে।
বিজ্ঞাপন
বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রথম পর্বে সাতটি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। চারটি ভেন্যুতে হবে বাংলাদেশের ম্যাচগুলো, এর মধ্যে বিশাখাপত্তনমে খেলবে সর্বোচ্চ তিনটি।
বাংলাদেশের ম্যাচ সূচি (সব ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় শুরু):
২ অক্টোবর: বনাম পাকিস্তান, কলম্বো
৭ অক্টোবর: বনাম ইংল্যান্ড, গুয়াহাটি
১০ অক্টোবর: বনাম নিউজিল্যান্ড, বিশাখাপত্তনম
১৩ অক্টোবর: বনাম দক্ষিণ আফ্রিকা, বিশাখাপত্তনম
১৬ অক্টোবর: বনাম অস্ট্রেলিয়া, বিশাখাপত্তনম
২৩ অক্টোবর: বনাম শ্রীলঙ্কা, কলম্বো
২৬ অক্টোবর: বনাম ভারত, বেঙ্গালুরু
সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুও নির্ভর করছে পাকিস্তানের অবস্থানের ওপর। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। পাকিস্তান না থাকলে সেমি ও ফাইনাল হবে যথাক্রমে গুয়াহাটি ও বেঙ্গালুরুতে; অন্যথায় দুই ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।
বিজ্ঞাপন
২০২২ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে উপমহাদেশে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত সরাসরি জায়গা পেয়েছে মূল পর্বে। বাংলাদেশ ও পাকিস্তান এসেছে বাছাইপর্ব উতরে।
ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সমস্যার কারণে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে হাইব্রিড মডেল অনুসরণ করা হবে। এরই ধারাবাহিকতায় এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে আয়োজন করা হচ্ছে।

