সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দক্ষিণ আফ্রিকার ‘অপ্রীতিকর’ রেকর্ড এখন এক আইরিশের নামে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১১:১০ এএম

শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকার ‘অপ্রীতিকর’ রেকর্ড এখন এক আইরিশের নামে

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে ৬-০ ব্যবধানে হারের পর রীতিমতো ঝড় তুলে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছিল আয়ারল্যান্ডকে, আর তাদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রীতিমতো আগুন ঝরিয়েছে ব্যাট হাতে।

ব্রেডিতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে তৃতীয় ম্যাচটিই হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী লড়াই। সেই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ এবং নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ।


বিজ্ঞাপন


এই ম্যাচেই গড়েন আইরিশ পেসার লিয়াম ম্যাকার্থি এক বিব্রতকর রেকর্ড। ৪ ওভারে খরচ করেন ৮১ রান। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবটের দখলে, যিনি ২০১৫ সালে জোহানেসবার্গে ৪ ওভারে ৬৮ রান দিয়েছিলেন।

তবে এই ম্যাচে আরও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন গাম্বিয়ার মুসা জোবারতেহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন তার দখলে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং

লিয়াম ম্যাকার্থি আয়ারল্যান্ড ৪ ওভারে ৮১ রান ২০২৫ সাল


বিজ্ঞাপন


কাইল অ্যাবট দক্ষিণ আফ্রিকা ৪ ওভারে ৬৮ রান ১ উইকেট ২০১৫ সাল 

সিসান্দা মাগালা দক্ষিণ আফ্রিকা ৪ ওভারে ৬৭ রান ২০২৩ সাল

অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া ৪ ওভারে ৬৫ রান ১ উইকেট ২০২৪ সাল

রুবেল হোসেন বাংলাদেশ ৪ ওভারে ৬৩ রান ২ উইকেট ২০১২ সাল

ব্রাইডন কার্স ইংল্যান্ড ৪ ওভারে ৬৩ রান ১ উইকেট ২০২৫ সাল

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর