ভারতের সবচেয়ে চর্চিত ও পছন্দের তারকা দম্পতিদের তালিকায় যদি এক নামেই নাম নিতে হয়, তবে সেটা নিঃসন্দেহে বিরাট কোহলি ও আনুশকা শর্মা। একদিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন, অন্যদিকে বলিউডের গ্ল্যামার গার্ল- এই পাওয়ার কাপল তাঁদের পেশাদার জীবনে যেমন সফল, ব্যক্তিগত জীবনেও ঠিক ততটাই পরিপাটি এবং আবেগঘন।
যদিও বিরাট-আনুশকা বরাবরই তাঁদের ব্যক্তিগত মুহূর্তগুলি আড়ালেই রাখতে পছন্দ করেন, তবে বিশেষ দিনে তাঁরা কখনও কখনও ভাগ করে নেন কিছু হৃদয়স্পর্শী ঝলক। ঠিক তেমনই এক মুহূর্ত উঠে এল এবারের ফাদার্স ডে-তে।
বিজ্ঞাপন
আনুশকা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন দুটি বিশেষ ছবি, একটি তাঁর বাবার এবং অপরটি তাঁদের মেয়ে ভামিকার হাতে লেখা একটি কার্ডের। কার্ডটি ছোট্ট ভামিকা নিজের হাতে বানিয়েছে তার প্রিয় বাবা বিরাট কোহলির জন্য।
চিঠির ভামিকা লিখেছে, 'ওকে আমার ভাইয়ের মতো দেখতে। ও খুব মজাদার, আমায় সুড়সুড়ি দেয়। আমার সঙ্গে মেক আপ করার খেলা খেলে। আমি ওকে অনেক ভালোবাসি এবং ও আমায় এতটা ভালবাসে। হ্যাপি ফাদার্স ডে।' শেষে ছোট্ট হৃদয়ের ইমোজি আর নিজের নাম লিখে শেষ করেছে চিঠি।
এই পোস্ট শেয়ার করে আনুশকা দিয়েছেন এক আবেগঘন ক্যাপশন। তিনি লেখেন, 'যে প্রথম পুরুষকে আমি ভালবেসেছিলাম এবং যাকে আমাদের মেয়ে সর্বপ্রথম ভালবেসেছে, এটা তাঁদের উদ্দেশে। বিশ্বের সকল সুন্দর বাবাদের হ্যাপি ফাদার্স ডে।'

