সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে গোপন খবর ফাঁস করায় ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলা বন্ধ করেন কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

যে গোপন খবর ফাঁস করায় ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলা বন্ধ করেন কোহলি

বিরাট কোহলির দ্বিতীয় সন্তান জন্মের খবর ‘ভুল করে’ ফাঁস করে দিয়ে কয়েক মাস বিরাটের ‘ঘোস্টিং’-এর শিকার হন এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটার জানালেন, দীর্ঘ বিরতির পর অবশেষে কোহলি আবার তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউটিউব লাইভে এসে ডি ভিলিয়ার্স বলে ফেলেন, আনুশকা শর্মা দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অথচ এই খবরটা একেবারেই গোপন রেখেছিলেন কোহলি ও আনুশকা। ভক্তদের কাছেও সেটা ছিল বিস্ময়ের মতো এক ঘোষণা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ফাইনালে হেরে অস্ট্রেলিয়া দলে জায়গা হারাতে চলেছেন তারকা ক্রিকেটার

আরও পড়ুন- ফাইনালে হেরে অস্ট্রেলিয়া দলে জায়গা হারাতে চলেছেন তারকা ক্রিকেটার

ক্রিকেট ডট কমে দেয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, “আমরা আসলে একইরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। শেষ ছয় মাসে ও আমার সঙ্গে কথা বলেনি। ধন্যবাদ ঈশ্বরকে! কারণ ওদের দ্বিতীয় সন্তান আসার খবরটা আমি ভুল করে বলে ফেলেছিলাম। তারপর দীর্ঘদিন ওর কোনো সাড়া পাইনি। ও যখন আবার কথা বলা শুরু করল, সত্যি খুব স্বস্তি পেয়েছিলাম।”

ডি ভিলিয়ার্স আরও জানান, সেই সময়টা কোহলির জন্যও বেশ কঠিন ছিল।তিনি বলেন, “ও একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছু চিন্তা, কিছু অনুভূতি আমার সঙ্গে ভাগ করে নিতে চাইছিল, আমি জীবনে কিভাবে ওই রকম সময়গুলো পার করেছি, সেটা জানতে চাইছিল ও। বয়স, খেলার পরিমাণ, দলীয় রাজনীতি—এই সব কিছুই একজন ক্রিকেটারের ওপর প্রভাব ফেলে। আমি মন থেকে ওকে আমার অভিজ্ঞতার কথা বলেছি। স্ক্রিনে ওকে দেখে যা মনে হয়েছে, সেটাও শেয়ার করেছি।”


বিজ্ঞাপন


টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির সরে যাওয়া প্রসঙ্গেও নিজের মত দেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, “ও এখনো ক্রিকেট খেলছে, এটা দারুণ ব্যাপার। টেস্ট না খেলার সিদ্ধান্তটা নিশ্চয়ই মন থেকেই এসেছে। আমি এই সিদ্ধান্তে ওর পাশে আছি শতভাগ।”

ডি ভিলিয়ার্স আশা করছেন, কোহলিকে আরও অনেকদিন ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে। “ওর ক্যারিয়ার অসাধারণ ছিল। আমি চাই, শেষ বল পর্যন্ত ক্রিকেটটা উপভোগ করুক। যদি সেটাই ওর জন্য সঠিক পথ হয়, তাহলে আমি একদম পাশে আছি। আশা করি, এখনও ওর ভেতরে অনেকটা হোয়াইট বল ক্রিকেট বাকি আছে।” ডি ভিলিয়ার্সের এই খোলামেলা স্বীকারোক্তি ফের আলোচনায় এনেছে কোহলি-ডি ভিলিয়ার্স বন্ধুত্ব, যেটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সমান শক্তিশালী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর