সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, অন্যদের পকেটে যত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, অন্যদের পকেটে কত

দীর্ঘদিনের অপবাদ ঘুচিয়ে অবশেষে আইসিসির বৈশ্বিক শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার টেস্ট ক্রিকেটে বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রের শিরোপা জিতে নেয়।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়ার দেওয়া ২৮২ রানের লক্ষ্য ৫ উইকেটে পেরিয়ে রচনা করেছে নতুন ইতিহাস। টেস্টের তৃতীয় দিন শেষ পর্যন্ত তারা ২ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে ফেলেছিল। বাকি ৬৯ রানের কাজটা তারা চতুর্থ দিন সকালেই সেরে নেয়, হাতে ছিল ৮ উইকেট ও দুইদিন সময়। সহজ এই সমীকরণেও অনেকে সংশয় প্রকাশ করলেও, প্রোটিয়ারা এবার আর পিছু হটেনি।


বিজ্ঞাপন


বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকার ব্যর্থতার গল্প অনেক পুরনো। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ চার ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান, হাতে ছিল ৬ উইকেট। অথচ সেখানে হোঁচট খেয়েই হারতে হয় তাদের। চোকার্স তকমা তখন আরও গাঢ় হয়ে উঠেছিল। তবে এবার লর্ডসে ইতিহাস গড়েই সেই অপবাদ মুছে ফেলে তারা।

শিরোপার পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও জুটেছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। চ্যাম্পিয়ন হয়ে তারা পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। এবার আইসিসির ঘোষিত পুরস্কার তহবিল ছিল ৫.৭৬ মিলিয়ন ডলার, যা আগের আসরের চেয়ে দ্বিগুণেরও বেশি।

অস্ট্রেলিয়া ফাইনালে হেরে রানার্সআপ হলেও তারা পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার, যা প্রায় ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ১৪ লাখ ৪০ হাজার ডলার বা ১৭ কোটি ৫১ লাখ টাকার বেশি। এদিকে সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর