সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্লাব বিশ্বকাপে বিশাল প্রাইজমানি: খালি হাতে ফিরবে না কেউই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি: খালি হাতে ফিরবে না কেউই

বহু প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ অবশেষে শুরু হতে যাচ্ছে এই রোববার (বাংলাদেশ সময় রোববার ভোর ৬টা) থেকে। ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এই আসর বসছে যুক্তরাষ্ট্রে, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের সেরা ৩২টি ক্লাব। এবারই প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ, যার নতুন ফরম্যাট ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন-শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, এক নজরে দেখে নিন দলগুলো


বিজ্ঞাপন


টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকার সেরা সেরা ক্লাবগুলো। টুর্নামেন্টে দলগুলো ৮টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। গ্রুপ পর্ব শেষে সেরা দুই দল উঠবে নকআউট পর্বে, যেখানে হবে একের পর এক হাইভোল্টেজ ম্যাচ।

আরও পড়ুন-দেখে নিন ক্লাব বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি 

যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৫ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি ক্লাবের। ফাইনাল ম্যাচটি নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই আসরকে সামনে রেখে ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি হবে ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৪১ কোটি টাকা।

আরও পড়ুন- ফিফা ক্লাব বিশ্বকাপ: যা জানা প্রয়োজন


বিজ্ঞাপন


আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে ছয় মহাদেশের ৩২টি ক্লাবের মধ্যে অংশগ্রহণ ফি হিসেবে বিতরণ করা হবে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার। ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে এই অর্থ নির্ধারিত হবে। ইউরোপের শীর্ষ ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি পাবে প্রায় ৩ কোটি ৮২ লাখ ডলার করে, আর ওশেনিয়ার প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার।

আরও পড়ুন-ক্লাব বিশ্বকাপ জয়ে ম্যানসিটির রেকর্ড ব্যয়, অন্যরা যত খরচ করল

বাকি অর্থ দেওয়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে। সর্বোচ্চ সাত ম্যাচের টুর্নামেন্টে বেশি জয়ী দল বেশি পুরস্কার পাবে। গ্রুপপর্বে প্রতি জয়ে ২০ লাখ ডলার, ড্র হলে দুই দল অর্থ ভাগ করে নেবে। শেষ ষোলোর জয়ী পাবে ৭৫ লাখ ডলার, কোয়ার্টার ফাইনালে ১ কোটি ৩১ লাখ ডলার, আর সেমিফাইনালে জয়ী দল পাবে ২ কোটি ১০ লাখ ডলার। 

রানার্সআপ দলের জন্য থাকছে ৩ কোটি ডলার, আর চ্যাম্পিয়ন ক্লাব (বিশেষ করে ইউরোপের বড় দল) সব মিলিয়ে পেতে পারে ১২ কোটি ৫০ লাখ ডলার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর