সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব, ইতি টানার ইঙ্গিত তামিমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব ইতি টানার ইঙ্গিত তামিমের

এক সময় জাতীয় দলের ক্যাম্প হোক কিংবা বিদেশের ট্যুর সাকিব আল হাসান আর তামিম ইকবালের বন্ধুত্ব ছিল অবিচ্ছেদ্য। দীর্ঘদিন ধরে দুজনই ছিলেন বাংলাদেশের ক্রিকেটের চালিকাশক্তি। মাঠে যেমন, মাঠের বাইরেও তাদের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্কেই জমেছে শীতলতা, তৈরি হয়েছে দূরত্ব।

তবুও সেই সম্পর্কের ফাটল পেরিয়েও তামিম ইকবাল অকপটে স্বীকার করলেন, সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘সত্যটা বলতেই হবে। আর আমি এটা প্রথমবার বলছি না, বাংলাদেশের ক্রীড়া জগতে যদি একজন ক্রীড়াবিদের নাম নিতে হয়, সেটা হবে সাকিব আল হাসান। এটা অস্বীকার করার কিছু নেই।’


বিজ্ঞাপন


তামিমের মতে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তার মূল্যায়নে প্রভাব ফেলেনি। বরং তিনি মনে করেন, নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি একদিন ঠিক হয়ে যাবে। ‘আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসাথে বসতে পারব, সব সমস্যার সমাধান হবে,’ বলেন তামিম।

এক সময় একসঙ্গে খেলতে গিয়ে দুজন অনেক স্মরণীয় জুটি গড়েছেন। বাংলাদেশের বহু ম্যাচে এই দুজনের পারফরম্যান্স ছিল জয়ের ভিত্তি। মাঠের বাইরের বন্ধুত্ব মাঠে এনে দিত আত্মবিশ্বাস। তামিম এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। গত বছর (২০২৩) সেপ্টেম্বরেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর বিপিএলের সময় সাফ জানিয়ে দেন, জাতীয় দলে আর ফিরছেন না। অন্যদিকে, সাকিবের ক্যারিয়ারও পড়ন্ত বেলায়। তবে তার বিদায়টা এসেছে ভিন্ন কারণে।

সাবেক সরকার দল আওয়ামী লীগের সংসদ সদস্য থাকায় ২০২৩ সালের আগস্টে সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে দেখা গেলেও দেশের ক্রিকেটে আর ফেরেননি তিনি। দেশের হয়ে শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরের ১ তারিখে। এরপর অবসর নিতে চাইলেও জনরোষের ভয়ে পারেননি। তার ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

তবুও তামিমের আশা, দুজন আবারও একসঙ্গে কাজ করে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। খেলার মাঠ না হোক, অন্য ভূমিকায় হলেও। ‘একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিতে পারি,’ বলেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর