সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাবরেরাকে পদত্যাগ করতে বললেন বাফুফের কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

বাফুফের কর্মকর্তা পদত্যাগ করতে বললেন কাবরেরাকে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের পর জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্প্যানিশ এই কোচের পদত্যাগ দাবি করেছেন।

শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই সভায় বাফুফে ও জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন প্রকাশ্যে কাবরেরার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, 'জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি কাবরেরার পদত্যাগ চাই। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।'


বিজ্ঞাপন


আরও পড়ুন-দেখে নিন ক্লাব বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

আরও পড়ুন-শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, এক নজরে দেখে নিন দলগুলো

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শাহীনের এমন দাবিতে বেশ বিব্রত হয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘যেটা হয়েছে সেটা অপ্রত্যাশিত। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করবো।’

তবে বাফুফে এখনো কাবরেরার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত, যা এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত বহাল রয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, কাবরেরাকে এখনই বরখাস্ত করা হচ্ছে না। তবে জাতীয় দল কমিটির পরবর্তী সভায় সিঙ্গাপুর ম্যাচে হারের কারণ জানতে চাওয়া হবে এই স্প্যানিশ কোচের কাছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন-ডাকাতির অভিযোগ, বিশ্বকাপে খেলা অনিশ্চিত আর্জেন্টাইন তারকার

আরও পড়ুন-ক্লাব বিশ্বকাপ জয়ে ম্যানসিটির রেকর্ড ব্যয়, অন্যরা যত খরচ করল

উল্লেখ্য, হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত, অর্থাৎ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ পর্যন্ত। তাকে এখন বরখাস্ত করলে চুক্তিভিত্তিক ক্ষতিপূরণ বাবদ বাড়তি অর্থ গুণতে হতে পারে ফেডারেশনকে।

জাতীয় দলের টানা ব্যর্থতা ও সিঙ্গাপুরের কাছে হারের পর সমর্থকদের হতাশা প্রকাশ পাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে বাফুফে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী কমিটির সভা পর্যন্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর