সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতকে কোণঠাসা করতে ষড়যন্ত্র করছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ভারতকে কোণঠাসা করতে ষড়যন্ত্র করছে পাকিস্তান!

কাশ্মীরের পহেলগাঁমে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্কে চিড় ধরেছে। এই হামলায় নিরীহ পর্যটকদের প্রাণহানি ও সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে ২০২৫ সালের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর চাপ সৃষ্টির জন্য নতুন কৌশল হাতে নিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতীয় দলের পাকিস্তান সফরে অনুমতি না দেওয়ায় পিসিবি ক্ষুব্ধ। এই ঘটনার পর থেকেই দুই বোর্ডের মধ্যে উত্তেজনা বেড়েছে। এশিয়া কাপের আয়োজন নিয়েও জটিলতা তৈরি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তান দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই পরিস্থিতি মোকাবেলায় একটি হাইব্রিড মডেলের প্রস্তাবে সম্মত হলেও, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


বিজ্ঞাপন


পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, এশিয়া কাপ নিয়ে বিসিসিআইয়ের নীরবতার মধ্যে পিসিবি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। তারা আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে। এশিয়া কাপ বাতিল হলে সংযুক্ত আরব আমিরশাহিতে পাকিস্তান, আফগানিস্তান ও আরবের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। 

পিসিবির একটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা কম। তাই আমরা ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব নিয়ে কাজ করছি। যদি এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত হয়, তবে আগস্টে দুবাইতে আফগানিস্তান ও আরবের সঙ্গে এই সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে। এতে আফগানিস্তানের পূর্বনির্ধারিত পাকিস্তান সফরও বাতিল হতে পারে।

এছাড়াও, যদি এশিয়া কাপ বাতিল বা স্থগিত হয়, তবে পিসিবি আফগানিস্তান ও আরবের দলকে আগস্টে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, যিনি এসিসির চেয়ারম্যানও, শিগ্রই এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি সভা আহ্বান করবেন বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে এশিয়া কাপের ভবিষ্যৎ এখনও ঝুলে আছে। পিসিবির নতুন পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে এবং এতে বিসিসিআইয়ের ওপর কী ধরনের চাপ পড়বে, তা সময়ই বলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর