সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশা করি শান্তও আমাকে সাহায্য করবে — মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

আশা করি শান্তও আমাকে সাহায করবে — মিরাজ

ফের তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে ফিরে গেল বাংলাদেশ। লিটন দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করার পর ওয়ানডে ও টেস্টে নেতৃত্বের ভার ছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে হঠাত করেই একদিনের ক্রিকেটে নতুন অধিনায়ক পেল টাইগারা। শান্তকে সরিয়ে গতকাল মিরাজকে করা হয়েছে অধিনায়ক।

গতকাল দুপুর পর্যন্ত শান্তই ছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। একদিনের ক্রিকেটের দায়িত্ব থেকে যে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে তা নিয়ে কিছুই জানতেন না তিনি। কোনো রকম আলোচনা না করেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার অসন্তোষের কথাও প্রকাশ্যে এসেছে।


বিজ্ঞাপন


এদিকে ওয়ানডে অধিনায়ক নিযুক্ত হওয়ার পর আজ সংবাদ সম্মেলন করেছেন মিরাজ। সেখানে তিনি বলেন, ‘আমাকে গতকালকে ফাহিম স্যার (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন) ডেকে নিয়ে বলেছেন, তোমাকে আমরা এ রকম দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করছি। আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সামনে খেলা আছে, ওয়ানডে দলটা ঠিক করতে হবে। আমরা সেভাবে পরিকল্পনা করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন।’

এদিকে শান্তকে সরিয়ে তাঁকে অধিনায়ক করায় ড্রেসিংরুমে এর কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে এ রকম কোনো প্রভাব পড়বে না। দিন শেষে আমরা সবাই দেশের হয়ে ক্রিকেট খেলি। (নাজমুল) শান্ত আর আমার মধ্যে এগুলো কখনোই কাজ করবে না। ও যখন অধিনায়কত্ব করেছে, আমি অনেক সাহায্য করেছি। আশা করি, সেও আমাকে করবে।’

গতকালই শান্তর সঙ্গে তার কথা হয়েছে জানিয়ে মিরাজ বলেন, ‘ওর সঙ্গে আমার এই কথাই হয়েছে। ও (নাজমুল) আমাকে একটা কথাই বলেছে, অধিনায়কত্বে আমি কখনো আলাদা কিছু অনুভব করিনি। আশা করি, আমার (মিরাজ) ভেতরেও এই জিনিসটা আসবে না। আমরা একসঙ্গে কাজ করব বাংলাদেশের হয়ে। একটা ভালো জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে চাই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর