বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ রানে ৬ উইকেট শিকার করে একাধিক রেকর্ড গড়েছেন তিনি।
এই ম্যাচেই তিনি অস্ট্রেলিয়ার অষ্টম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলকে পৌঁছেছেন। এর পাশাপাশি লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তোলার সুযোগও পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি বোলিং আক্রমণ দেখা গেল, যেখানে তিনজন বোলারেরই রয়েছে ৩০০ বা তার বেশি উইকেট—মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং এখন কামিন্স। জশ হ্যাজেলউড রয়েছেন কাছাকাছি, তার উইকেট সংখ্যা ২৮০।
ইনিংস বিরতিতে কামিন্স বলেন, “এটা অসাধারণ অনুভূতি। পরিবারের সদস্যরা স্টেডিয়ামে ছিল, এটা আরও বিশেষ করে তুলেছে। এমন পারফরম্যান্সে আমি খুবই খুশি।”
৩০০ উইকেট নেওয়ার পর কামিন্স জানান, “একজন ফাস্ট বোলারের জন্য এটা বিশাল অর্জন, বিশেষ করে ইনজুরি আর কঠিন কন্ডিশনের মধ্যেও ধারাবাহিকভাবে ভালো করা।”
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধস নামান মূলত কামিন্স। প্রোটিয়ারা ৩৫ বলের ব্যবধানে মাত্র ১২ রানে শেষ পাঁচ উইকেট হারায়। একমাত্র রান আউট বাদে বাকি সব উইকেটই তার শিকার।
বিজ্ঞাপন
কামিন্স এখন টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটধারীদের মধ্যে চতুর্থ সেরা স্ট্রাইক রেটের মালিক। তার ওপরে রয়েছেন রাবাদা, স্টেইন ও ওয়াকার ইউনুস।
এই চ্যাম্পিয়নশিপ চক্রে সর্বোচ্চ ৭৯ উইকেট নিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি, পেছনে ফেলেছেন ভারতের জসপ্রীত বুমরাকে (৭৭)। একইসঙ্গে টেস্ট ফাইনালে এক ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে তিনি ভেঙেছেন মিচেল স্টার্কের আগের রেকর্ড (১১ উইকেট)।
তার আগুন ঝরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে মাত্র ১৩৮ রানে। ফলে প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

