জর্ডানের মাঠে যেন বাজিমাত করল বাংলার বাঘিনীরা! শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে শুধু মাঠেই নয়, ফিফা র্যাঙ্কিংয়েও বাজল বাংলাদেশ নারী ফুটবল দলের জয়ের সুর। এক লাফে পাঁচ ধাপ এগিয়ে ছয় বছরের মধ্যে নিজেদের সেরা অবস্থানে পৌঁছে গেছে রুপনা-আফিদারা।
জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১৩৩। অনেকেই হয়তো ভেবেছিল, সেখানে শুধু অভিজ্ঞতা অর্জনই হবে লক্ষ্য। কিন্তু না! ৩১ মে, র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ উপরের দল ইন্দোনেশিয়ার সঙ্গে জমজমাট লড়াই শেষে ১-১ গোলে ড্র করে সবাইকে চমকে দেয় পিটার বাটলারের দল।
বিজ্ঞাপন
এরপর তো আরও বিস্ময়! ৩ জুন, ৬৪ মিনিটে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ মুহূর্তে গোল করে ২-২ ড্র করে স্বাগতিক জর্ডানের সঙ্গে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৫৯ ধাপ ওপরে। এই দুই ম্যাচেই বদলে যায় গল্প।
আজ (১২ জুন) ফিফা র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা গেলো সেই উত্তরণ। ১০৯৯.৩৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ১২৮ নম্বরে। বেড়েছে ৭.৫৫ রেটিং পয়েন্ট। নারীদের ফুটবলে ২০১৯ সালের পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।
অপরদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করা ইন্দোনেশিয়া এক ধাপ পিছিয়ে এখন ৯৫-এ, জর্ডানও নেমে গেছে এক ধাপ, ৭৫-এ।
এই র্যাঙ্কিং বদলে দিয়েছে ধারাবাহিকতা নিয়ে তৈরি সন্দেহ। একসময় যারা ২০২২ সালে ১৪৭ নম্বরে নেমে গিয়েছিল, তারাই এখন স্বপ্ন দেখছে নতুন ইতিহাসের। ২০১৩ ও ২০১৭ সালে বাংলাদেশের মেয়েরা উঠেছিল ১০০ নম্বরে ফিরে আসবে কি সেই সোনালি দিন?
বিজ্ঞাপন
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে অবশ্য এখনো অপরিবর্তিত মহাশক্তিরা। প্রথম তিনে যথাক্রমে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন ও জার্মানি। তবে চার ধাপ এগিয়ে ব্রাজিল এখন চারে। আর্জেন্টিনার অবস্থান ৩২ নম্বরে।

