সোমবার, ১৬ জুন, ২০২৫, ঢাকা

ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচ জিতে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের হয়ে প্রথম জয়ের পর যা বললেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে দ্বিতীয় ম্যাচেই দারুণ সাফল্য পেলেন কার্লো আনচেলত্তি। ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আগামী বছরের ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, আর এই জয় দিয়েই প্রথমবার ব্রাজিল কোচ হিসেবে জয়ের স্বাদ পেলেন ইতালিয়ান কোচ।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, “আমার মনে হয় দারুণ একটি ম্যাচ হয়েছে, বিশেষ করে প্রথমার্ধটা ছিল খুবই শক্তিশালী। আমরা বলের নিয়ন্ত্রণ ভালোভাবে রেখেছি, যদিও ফিনিশিং আরও ভালো হতে পারতো। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমে গিয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে এটা দারুণ একটি পারফরম্যান্স ছিল। আমরা খুবই সন্তুষ্ট।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “এখনো বাছাইপর্বে দুটি ম্যাচ বাকি আছে। সেগুলোতেও ভালো খেলেই শেষ করতে চাই। সমর্থকেরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। তারা খুশি, আমরাও খুশি। এখন সামনে তাকানোর সময়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেসে আনচেলত্তি বলেন, “আগামী কয়েক মাসে কী করবো? প্রথমত, থাকার জায়গা খুঁজে বের করতে হবে!”

এরপর আরও কিছু পরিকল্পনা জানান তিনি। ইতালিয়ান এই কোচ বলেন, “ক্লাব বিশ্বকাপ দেখতে যাবো। এরপর বিশ্বজুড়ে যারা খেলছে- ব্রাজিলে, ইউরোপে, সৌদিতে, এমন প্রায় ৭০ জন খেলোয়াড়ের একটা তালিকা রয়েছে আমাদের কাছে। এখনো চূড়ান্ত স্কোয়াড ঠিক হয়নি। আমরা সবাইকে পর্যবেক্ষণ করবো। এই প্রাথমিক ক্যাম্পে যেভাবে ছেলেরা মনোযোগ, দায়বদ্ধতা আর ইতিবাচকতা দেখিয়েছে, তা আমাকে খুবই ভালো লেগেছে।”

তিনি যোগ করেন, “এই ৭০ জনের মধ্যেই আমাদের বিশ্বকাপ দল গঠন হবে। শেষ পর্যন্ত ২৫-২৬ জনের তালিকা তৈরি করতে আমাদের সময় আছে। কিন্তু শুরুটা যেভাবে হলো, তাতে আমি খুবই আশাবাদী।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর