ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী আর পুরনো সংস্করণ টেস্ট। সাদা পোশাকের ক্রিকেটে আইসিসি টুর্নামেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে আজ। শিরোপা জয়ের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অজিদের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়াদের অধিনায়ক টেম্বা বাভুমা।
সাদা পোশাকের ক্রিকেটের আইসিসি টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার ম্যাচে অজিরা মাঠে নামছে শক্তিশালী একাদশ নিয়ে। তবে ওপেনার হিসেবে উসমান খাজার সঙ্গী হচ্ছেন অভিজ্ঞ মার্নাস লাবুশেন। পেস অ্যাটাকে থাকছেন অভিজ্ঞ তারকা ত্রয়ী মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এছাড়া দলে আছেন দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টার। ব্যাটিংয়ে অজিদের শক্তিশালী অস্ত্র ট্রাভিস হেড, স্টিভ স্মিথরা।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকাও মাঠে নাওছে পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে। ব্যাটিংয়ে প্রোটিয়াদের শক্তি এইডেন মার্করাম, বাভুমা, উইয়ান মুল্ডাররা। আর বল হাতে জয়ের জন্য লড়বেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজরা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মালডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভারেইন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।
অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।