২০১০ দশকে ক্রিকেট বিশ্বে এক নতুন উপাধি পেয়েছিল চারজন অসাধারণ ব্যাটার। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও জো রুট। তাদের বলা হতো ‘ফ্যাব ফোর’। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- সব ফরম্যাটেই আধিপত্য দেখিয়েছেন এই চারজন। এখনো চারজনই ক্রিকেট খেলে যাচ্ছেন। তবে সবাই আছেন ক্যারিয়ারের শেষ বেলায়। চারজনেরই বয়স এখন মাঝ-ত্রিশে। কোহলি ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। স্মিথ ছেড়েছেন ওয়ানডে ফরম্যাট।
এদিকে, পুরনো 'ফ্যাব ফোর' এখনো আলোচনায় থাকলেও, নতুন প্রজন্মের ‘ফ্যাব ফোর’ কারা হবেন, তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। আর সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং ফ্যাব ফোরের একজন- কেন উইলিয়ামসন। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক কথোপকথনে উইলিয়ামসনের কাছে জানতে চাওয়া হয়- সব ফরম্যাটে পারফর্ম করতে সক্ষম এমন চারজন তরুণ ক্রিকেটার কারা হতে পারেন?
বিজ্ঞাপন
উইলিয়ামসন বলেন, “যারা আমার মনে পড়ে- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক। ক্যামেরন গ্রিনকেও বলতে হবে। এরা সবাই দুর্দান্ত ক্রিকেটার এবং সব ফরম্যাটেই দারুণ মুহূর্ত তৈরি করেছে। সবাই তরুণ এবং তাদের খেলা দিন দিন আরও পরিণত হচ্ছে।”
এদিকে, প্রোটিয়া সাবেক ব্যাটার ডারিল কালিনান সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে 'ফ্যাব ফোর' নিয়ে নিজের মতামত দেন। তার চোখে, এই চারজনের মধ্যে সবার ওপরে বিরাট কোহলি। কালিনান বলেন, “সব ফরম্যাটে, নেতৃত্বের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে ভারতীয় দলের প্রত্যাশা কাঁধে তুলে নেওয়া, সব মিলিয়ে আমি মনে করি কোহলিই সেরা। ওর মতো নেতৃত্ব কেউ নেয়নি। টেস্টে তো সবাই ভালো করেছে, কিন্তু কোহলি তিন ফরম্যাটেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। তাই আমি ওর প্রতি অনেক শ্রদ্ধা রাখি।”
তিনি আরও বলেন, “কোহলি নিজে থেকে দায়িত্ব নিতে চেয়েছে, তা উপভোগ করেছে এবং সেটির জন্যই তাকে সবাই মনে রাখবে। সেজন্যই আমি বলি, নিজের প্রজন্মে কোহলি এক অনন্য ক্রিকেটার।” “আমি উইলিয়ামসন, রুট বা স্মিথের কথা খাটো করে কিছু বলছি না। তিনজনই অসাধারণ ব্যাটার। কিন্তু যদি শুধু কোহলিকে আলাদা করে দেখি, তাহলে আমার কাছে ওর সবচেয়ে বড় গুণ হলো যে কোনো কঠিন পরিস্থিতিতে ও সামনে দাঁড়িয়ে গেছে। বড় রান তাড়া করা, ইনিংস গুছিয়ে নেওয়া, বিশ্বের সেরা বোলারদের মোকাবিলা করা- সব কিছুতেই ও ছিল সেরা।”
কালিনানের মতে, এসব কারণেই কোহলি কেবল নিজের প্রজন্ম নয়, যেকোনো সময়ের জন্যই একজন মহান ক্রিকেটার। পুরনো 'ফ্যাব ফোর' যেখানে শেষের পথে, সেখানে নতুনদের হাতেই এখন ভবিষ্যতের দায়িত্ব। এখন দেখার, উইলিয়ামসনের চোখে বাছাই করা তরুণরা আসলেই সেই জায়গা নিতে পারেন কিনা।