বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

ইতালিতে যাচ্ছেন ডি ব্রুইনা 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

ইতালিতে যাচ্ছেন ব্রুইনা 

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা এবার একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার সিটির। লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব শিরোপার হারাবার পর এবার সাবেক চ্যাম্পিয়ন দলটিকে ভাবতে হচ্ছে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য। এদিকে বাজে এই মৌসুম দিয়েই ম্যানসিটিতে নিজের অধ্যায়ের ইতি টানছেন কেভিন ডি ব্রুইনা।

৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ সহ আরও অনেক শিরোপা। এদিকে ম্যানসিটি ছাড়ার পর এখন ফ্রি এজেন্ট হিসেবে আছেন বেলজিয়ান এই মিডফিল্ডার। তার নতুন ঠিকানা কোঠায় হতে চলেছে তা এখনো নিশ্চিত নয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, তিনি যোগ দিচ্ছেন নাপোলিতে।


বিজ্ঞাপন


ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার ইস্যুতে নির্ভরযোগ্য খবর দেওয়া ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই বছরের জন্য ইতালির ক্লাব নাপোলিতে যাচ্ছেন কেভিন। চুক্তি পাঁকা। ম্যানচেস্টার সিটির সাবেক তারকা কথা এগিয়ে নিচ্ছেন। খুব দ্রুতই সিরি’আ চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে খবর।

স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম জানিয়েছে, ডি ব্রুইনে ইতোমধ্যেই নেপলস শহরে একটি বাড়ি কিনেছেন এবং পরিবারসহ সেখানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। এখনও তার বেতন বা আর্থিক সুবিধার বিস্তারিত জানা যায়নি। তবে ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তার মেডিকেল টেস্ট নির্ধারিত হয়েছে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ইতালিয়ান গণমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর তাকে পেতে আগ্রহী ছিল মার্কিন ক্লাব ইন্টার মিয়ামি। তবে নাপোলির মিডফিল্ডার স্কট ম্যাকটোমনির সঙ্গে আলোচনার পর ইউরোপে থাকার সিদ্ধান্ত নেন ব্রুইনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর