এশিয়ান কাপ বাছাইয়ে গতকাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এ ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছেন হামজা চৌধুরিরা। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিকরা। ২-১ গোলে হেরেছে লাল-সবুজের দল।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে আজ ভোরেই ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও একেবারেই হতাশ নন হামজা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে কারণ আমরা সবে শুরু করছি। ইনশা আল্লাহ আমরা যেখানে যেতে চাই খুব শিগগিরই সেখানে পৌঁছে যাব।’
হামজা আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’
এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিকঠাক থাকলে ৯ অক্টোবর হংকংকে ঢাকায় আতিথেয়তা দেবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই পরাজয়ের পরও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে ভারত আছে সবার নিচে। দুই দলই সমান পয়েন্টে থাকলেও একটি গোল করার সুবাদে গোল ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। গ্রুপে আপাতত শীর্ষে আছে সিঙ্গাপুর।