দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে বিব্রতকর পরিস্থিতি থেকে শেষ মুহূর্তে রক্ষা পেলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ৪ মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। বরং ২৪ মিনিটে দুর্দান্ত এক গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি।
বিজ্ঞাপন
প্রথমার্ধে আর্জেন্টিনার বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য। ৭০ মিনিটে এনজো ফের্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৮১ মিনিটে এজিকুয়েল পালাসিওসের পাস থেকে থিয়াগো আলমাদা অসাধারণ এক গোল করে সমতা ফেরান। শেষ মুহূর্তে কলম্বিয়াও জয়ের সুযোগ পেয়েছিল, তবে রিচার্ড রিওসের শট লাগে পোস্টে।
এই ড্রয়ের ফলে নিজেদের মাঠে দশ বছর পর হারার শঙ্কা থেকে রক্ষা পেল আর্জেন্টিনা। টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত থাকলো স্কালোনির দল।
এই ড্রয়ের ফলে ১৬ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে, সমানসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে কলম্বিয়া।