বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ঢাকা

ভিনির গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

ভিনির গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে

কার্লো আনচেলত্তির অধীনে অবশেষে জয়ের মুখ দেখল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুসের জুনিয়র।

ব্রাজিল দলে আনচেলত্তির অভিষেক হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে, সেই ম্যাচে গোলশূন্য ড্র করতে হয়েছিল তাকে। তবে ঘরের মাঠে কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন ইউরোপের অন্যতম সফল এই কোচ।


বিজ্ঞাপন


পুরো ম্যাচে মাঠের দখল ও খেলার নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের কাছেই। বল দখলে ব্রাজিল ছিল ৭৩ শতাংশ সময় এবং মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে প্যারাগুয়ে ৫টি শট নিলেও কেবল একটি ছিল অনটার্গেট।

ম্যাচের ৪৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়ার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও আর ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। ম্যাচের এক দুঃসংবাদ ছিল ভিনিসিয়াসের চোট। ৭৮তম মিনিটে তিনি চোট পেয়ে মাঠ ছাড়লে তার পরিবর্তে নামানো হয় রিচার্লিসনকে।

এই জয়ের ফলে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ব্রাজিল। নতুন নিয়ম অনুযায়ী অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। ফলে বাকি ম্যাচগুলো হারলেও ব্রাজিল ছয়ের নিচে নামবে না, অর্থাৎ নিশ্চিত হয়ে গেছে তাদের ২০২৬ বিশ্বকাপ টিকিট। পয়েন্ট তালিকায় এখন শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর