সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

জামালকে বাদ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

জামালকে বাদ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ, অভিষেক সোমের

এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচের একাদশে এসেছে বেশ কিছু পরিবর্তন।

দলে সবচেয়ে বড় চমক হিসেবে অভিষেক হচ্ছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন এই তরুণ খেলোয়াড়। তাঁর অন্তর্ভুক্তির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন দীর্ঘদিনের অধিনায়ক জামাল ভুঁইয়া।


বিজ্ঞাপন


এছাড়া ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানাকেও আজ বেঞ্চে রাখা হয়েছে। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হৃদয়। রক্ষণভাগেও এসেছে পরিবর্তন, ডিফেন্ডার তাজ উদ্দিনের পরিবর্তে খেলছেন শাকিল আহাদ তপু। 

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর