সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

রোনালদোদের কাছে শিরোপা হারের পর হত্যার হুমকি স্প্যানিশ তারকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

রোনালদোদের কাছে শিরোপা হারের পর হত্যার হুমকি স্প্যানিশ তারকার

নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে হেরে রানার্সআপ হয়েছে স্পেন। টাইব্রেকারে ম্যাচ গড়ালে পেনাল্টি মিস করেন অধিনায়ক আলভারো মোরাতা, যার পরই শুরু হয় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়। এতটাই বাড়াবাড়ি হয় যে, মোরাতা ও তাঁর পরিবার মৃত্যুর হুমকিও পেয়েছেন।

মোরাতার স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো ইনস্টাগ্রামে কিছু হুমকির স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘আমরা কি বুঝতে পারছি, এটা শুধু একটা ফুটবল ম্যাচ? জীবনে ভালো-মন্দ দুটোই থাকে। কিন্তু তাই বলে এভাবে মানুষকে আঘাত করা একদমই ঠিক না।’


বিজ্ঞাপন


ক্যাম্পেলো আরও বলেন, ‘প্রত্যেক মানুষ তার ভুলের জন্য সমালোচিত হবে। আমি এটা দেখতে পছন্দ করি। ভুল থেকে শিক্ষা নিয়ে কীভাবে তারা কাজ করে এবং জীবনে তারা কী অর্জন করেছে, সেটা দেখতে চাই। দয়া করে মানুষকে সম্মান করুন ও এমন হীন মানসিকতা থেকে বেরিয়ে আসুন।’

ক্যাম্পেলোর মতে ফুটবল খেলাটা এমন বৈচিত্র্যপূর্ণ হওয়াতেই অনেকে উপভোগ করেন। মোরাতার স্ত্রী বলেন, ‘ফুটবল এমনই খেলা। আমার মতে এটার সৌন্দর্য এমনই। খুবই রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত। খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তাই এই খেলাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, আমাদের তা-ই করা উচিত।’

গত কিছুদিন ধরেই মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করছেন মোরাতা। ২০২৪ সালে আতলেতিকো মাদ্রিদে খেলার সময় বিষণ্নতায় ভুগেছিলেন তিনি। এরপর তিনি ইতালির এসি মিলানে যান এবং বর্তমানে তুরস্কের গ্যালাতাসারাইয়ে ধারে খেলছেন।

ফাইনালে প্রথমার্ধে স্পেন ২-১ গোলে এগিয়ে যায়। স্পেনের হয়ে গোল করেন মার্টিন জুবিমেন্দি (২১ মিনিট) ও মিকেল ওইরজাবাল (৪৫ মিনিট)। পর্তুগালের একমাত্র গোলটি করেন নুনো মেন্দেস (২৬ মিনিট)।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে ফিরে রোনালদো (৬১ মিনিটে) গোল করে ম্যাচে সমতা ফেরান। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে পর্তুগাল ৫-৩ গোলে জয় পায়।

পর্তুগালের হয়ে সফলভাবে পেনাল্টি নেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেস ও রুবেন নেভেস। এই জয়ের মাধ্যমে পর্তুগাল নেশনস লিগে সর্বোচ্চ দুইবারের চ্যাম্পিয়ন হলো। স্পেন ও ফ্রান্স একবার করে শিরোপা জিতেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর