মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ভারত ও ভুটানের বিপক্ষে দুই ভিন্ন ধরনের ম্যাচের পর এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে একাদশ সাজাচ্ছেন কোচ কাবরেরা। সবচেয়ে আলোচিত পরিবর্তন, অভিষেক হতে যাচ্ছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমের।

কাবরেরা বরাবরের মতোই পছন্দের ৪-৩-২-১ ফর্মেশনেই মাঠে নামাতে পারেন দলকে। তবে মিডফিল্ডে পরীক্ষা-নিরীক্ষার কারণে দেখা যেতে পারে ভিন্ন কিছু। দলের রক্ষণভাগ প্রায় চূড়ান্ত হলেও, মাঝমাঠে বড় ধরনের পরিবর্তন প্রায় নিশ্চিত। সমিত সোম কে দেখা যাবে ডাবল পিভটের ভূমিকায়, যেখানে তার সঙ্গী হবেন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। এর ফলে স্কোরার হওয়া সত্ত্বেও সোহেল রানার জায়গা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে।


বিজ্ঞাপন


দলের দীর্ঘদিনের অধিনায়ক জামাল ভূঁইয়াকে একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। বয়স, ফর্ম ও কোচের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভুটানের বিপক্ষে অ্যাসিস্ট করেও মূল একাদশে জায়গা হারাতে পারেন তিনি। তার জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে তরুণ তারকা শেখ মোরসালিনকে।

যদিও ৪-৩-২-১ ফর্মেশনেই খেলার সম্ভাবনা প্রবল, কাবরেরা প্রয়োজনে তা থেকে সরে এসে রাকিব হোসেনকে লেফট উইংয়ে রেখে, আল আমিনকে স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন। সে ক্ষেত্রে তিনজনের মিডফিল্ডে দেখা যাবে হামজা, সমিত এবং সোহেল রানাকে। তবে এমন পরিবর্তনের সম্ভাবনা কমই।সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করবে রক্ষণভাগের ওপর।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো
রক্ষণভাগ: রেজা, ইয়াসিন খান, তপু বর্মন, মিশুক
মিডফিল্ড: হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন
অ্যাটাকিং মিডফিল্ডারস: রাকিব হোসেন, ফাহামেদুল হক কাজেম
স্ট্রাইকার: আল আমিন

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর