আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ট্রফি জয়ের আনন্দ এখনও ভাসছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তদের মনে। এমন সময়ে চমকে দেওয়া খবর, শিরোপা জেতার ঠিক এক সপ্তাহ পরই বিক্রি হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)!
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আরসিবির বর্তমান মালিক প্রতিষ্ঠান ডায়াজিও পিএলসি দলটি আংশিক কিংবা পুরোপুরি বিক্রির পরিকল্পনা করছে। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতার পর ব্র্যান্ডটির মূল্যমান এবং বাজারে আকর্ষণ বেড়েছে। আর ঠিক এই সময়েই দল বিক্রির সম্ভাবনা নিয়ে এগোচ্ছে মালিকপক্ষ।
বিজ্ঞাপন
ভারতে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে আরসিবি পরিচালনা করে ডায়াজিও। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেছে বলে খবর মিলেছে। আরসিবির বাজারমূল্য কত হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণ মালিকানা বিক্রি হলে ডায়াজিও চাইতে পারে ২ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার ৮৩৪ কোটি!
আরসিবি বিক্রির খবর ছড়াতেই এর প্রভাব পড়ে ইউনাইটেড স্পিরিটসের শেয়ারবাজারে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে যায় ৩.৩ শতাংশ পর্যন্ত। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিক্রি হবে কি হবে না সেটা সময়ই বলবে। আইপিএল জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উদযাপনের সময় ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা। ভিড় ও হুড়োহুড়িতে প্রাণ হারান ১১ জন সমর্থক। হঠাৎ পাওয়া শিরোপার আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় এমন করুণ ঘটনার পর।
২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, আরসিবির প্রথম মালিক ছিলেন বিজয় মালিয়া, ভারতের বিখ্যাত ব্যবসায়ী এবং কিংফিশার এয়ারলাইন্সের প্রতিষ্ঠাতা। পরে ঋণের ফাঁদে পড়ে তার সাম্রাজ্য ভেঙে পড়ে, আর সেই সুযোগে ডায়াজিও ভারতের ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে কিনে নেয় আরসিবির মালিকানা। শিরোপার জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে আরসিবি রয়ে গেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পোর্টস টিম। ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিটির ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি, যা অন্য অনেক সফল দলের চেয়েও অনেক এগিয়ে।
কখন কী হয় বলা কঠিন, আরসিবির মালিকানা হাতবদল হয় কিনা তা ভবিষ্যতের কথা। তবে এত বছরের অপেক্ষার পর ট্রফি হাতে পাওয়ার আনন্দে যখন ভক্তরা মাতোয়ারা, ঠিক তখনই এমন খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটবিশ্বে।