মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১১:০০ এএম

শেয়ার করুন:

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন স্পেন কোচ

মিউনিখে রবিবার রাতে নেশনস লিগের ফাইনালে পেনাল্টিতে পর্তুগালের কাছে হারের পরই স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়ে দিলেন, তাঁদের লক্ষ্য এখন বিশ্বকাপ।

পর্তুগালের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও স্পেনকে শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যেতে হয়েছে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ২-২।টাইব্রেকারে দুই দলই প্রথম তিনটি শট সফলভাবে নিয়েছিল। এরপর স্পেন ফরোয়ার্ড আলভারো মোরাতার শট ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। রুবেন নেভেস সফল স্পট কিক নিয়ে পর্তুগালকে ৫-৩ ব্যবধানে জয় এনে দেন।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে স্পেন কোচ বলেন, "আমি আমার দলের জন্য গর্বিত। এই মুহূর্ত থেকেই আমরা বিশ্বকাপের কথা ভাবছি। ওটাই আমাদের মূল লক্ষ্য। আমরা যেভাবে সামনে এগোচ্ছি, তাতে ভবিষ্যতে অনেক দূর যাব, আমরা নিশ্চিত।"  তিনি আরও বলেন, "আমাদের দল সবসময় জেতার জায়গায় থাকে। খেলোয়াড়দের মধ্যে একাগ্রতা আছে, দল নিয়ে গভীর টান আছে। আমরা সবসময়ই জয়ের কাছাকাছি থাকব।"

২০২৩ সালে নেশনস লিগ এবং ২০২৪ ইউরো জয়ের পর এটাই স্পেনের প্রথম প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক হার। সবশেষ তাঁরা হেরেছিল ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এই টুর্নামেন্টেও স্পেনের তরুণ দল প্রশংসা কুড়িয়েছে। তবে বারবার এক জিনিস চোখে পড়েছে, মাঝমাঠে পেদ্রির উপর দলটির নির্ভরতা কতটা বেশি।

গত বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে, পেদ্রি মাঠ ছাড়ার সময় স্কোর ছিল ৫-১। এরপর শেষ দিকে ফ্রান্স তিন গোল দিয়ে ব্যবধান কমায়। রবিবারের ফাইনালেও শেষদিকে পেদ্রি বদলি হয়ে যাওয়ার পরই স্পেনের ছন্দ নড়ে যায়। দে লা ফুয়েন্তে অবশ্য স্বীকার করেছেন, দীর্ঘ মৌসুমের পর তাঁর দলের খেলোয়াড়রা ক্লান্ত। তবে পর্তুগালকেও কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি। তিনি বলেন, "পর্তুগাল দারুণ খেলেছে। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে," বলেন স্পেন কোচ।

টাইব্রেকারে মোরাতার ব্যর্থতা নিয়েও কথা বলেন তিনি। জানিয়েছেন, অভিজ্ঞ এই স্ট্রাইকারের পাশে আছেন তিনি। "আমি দুঃখিত ওর পেনাল্টি মিস নিয়ে। তবে অনেকেই তো নেওয়ার সাহসই দেখায় না। মোরাতা এগিয়ে এসেছিল, নিয়েছে, মিস করেছে, এটাই ফুটবল," বলেন দে লা ফুয়েন্তে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর