পোল্যান্ড জাতীয় দলে আপাতত আর দেখা যাবে না রবার্ট লেভানডফস্কিকে। স্পষ্ট জানিয়ে দিলেন, বর্তমান কোচ দায়িত্বে থাকলে তিনি খেলবেন না দেশের হয়ে। কারণ, তার ভাষায়, ‘ভরসার জায়গাটা আর নেই।’
৩৬ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার। ১৫৮ ম্যাচে দেশের হয়ে ৮৫ গোল করে পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের অধিনায়কও ছিলেন। কিন্তু রোববার পোলিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, কোচ মিখাউ প্রোবিয়েজ সিদ্ধান্ত নিয়েছেন- ইন্টার মিলানের মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কি হবেন দলের নতুন অধিনায়ক।
বিজ্ঞাপন
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, "কোচ মিখাউ প্রোবিয়েজের সিদ্ধান্ত অনুযায়ী, পিওতর জিয়েলিনস্কিকে জাতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে। কোচ নিজেই রবার্ট লেভানডফস্কি, দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।"
এই ঘোষণার পরই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন লেভানডফস্কি। লেখেন, “বর্তমান পরিস্থিতি ও কোচের ওপর আস্থার অভাব থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, আমি জাতীয় দলের হয়ে খেলব না।”
তিনি আরও বলেন, “আমি আশাবাদী, ভবিষ্যতে আবারও দেশের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাব। বিশ্বের সেরা সমর্থকদের জন্য আবারও মাঠে নামতে চাই।” লেভানডফস্কির এমন বিস্ফোরক ঘোষণার পর গণমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অধিনায়ক পরিবর্তন এবং লেভার প্রতিক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন আসতে থাকে।
ফেডারেশন পরে আরও জানায়, “আজকের ঘটনার প্রেক্ষিতে এবং সংবাদমাধ্যমের নানা প্রশ্নের জবাব দিতে আগামীকাল (সোমবার, ৯ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন কোচ মিখাউ প্রোবিয়েজ। হেলসিঙ্কির অলিম্পিক স্টেডিয়ামে ফিনল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (পোল্যান্ড সময় ৩টা ১৫ মিনিট) এ সংবাদ সম্মেলন হবে।”
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে উপস্থিত থাকবেন নতুন অধিনায়ক পিওতর জিয়েলিনস্কিও। এদিকে, সর্বশেষ প্রীতি ম্যাচে মোলডোভাকে ২-০ গোলে হারিয়েছিল পোল্যান্ড। সেই ম্যাচে গোল করেছিলেন ম্যাটি ক্যাশ ও বার্তোজ স্লিস।

