সেমিফাইনালে টানটান লড়াইয়ে নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে উঠলেন টপ সিড ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। প্রতিপক্ষ হিসেবে থাকছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, যার সঙ্গে এই ফাইনাল লড়াই ছিল আগেই প্রত্যাশিত।
ফাইনালে জায়গা করে নিতে ৬-৪, ৭-৫, ৭-৬ (৭-৩) সেটে জোকোভিচকে হারিয়েছেন সিনার। এর মধ্য দিয়ে ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের একক রেকর্ড গড়ার জোকোভিচের স্বপ্নও ভেঙে গেল। ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি ম্যাচ শেষে কোর্ট ফিলিপ শাত্রিয়ে-তে নিজের র্যাকেট ব্যাগ নামিয়ে আবেগভরা বিদায় জানান দর্শকদের, যাঁরা দাঁড়িয়ে অভিনন্দন জানান এই মহাতারকাকে।
বিজ্ঞাপন
এদিকে শুক্রবার দিনের আরেক সেমিফাইনালে ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই কোর্ট ছাড়েন অষ্টম বাছাই ইতালির লোরেঞ্জো মুসেত্তি। তখন স্প্যানিশ তারকা আলকারাজ ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-০, ২-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। ফলে টানা দ্বিতীয়বারের মতো রোলাঁ গারোর ফাইনালে উঠলেন তিনি।
রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছেন এই দুই তরুণ, দ্বিতীয় বাছাই আলকারাজ আর টপ সিড সিনার। কোর্টে তাদের প্রতিদ্বন্দ্বিতা এখন টেনিস বিশ্বের অন্যতম আকর্ষণ, এবং এবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়বে।
সিনার, যিনি মাত্র দ্বিতীয় টুর্নামেন্ট খেলছেন তিন মাসের ডোপিং ব্যান কাটিয়ে ফেরার পর, সামনে পাচ্ছেন ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ফাইনাল। ম্যাচ শেষে আলকারাজ বলেন, “এভাবে জেতাটা কখনই ঠিক না। আমি জিততে চাই, কিন্তু প্রতিপক্ষ ইনজুরিতে ছিটকে গেলে সেটা কখনই পরিপূর্ণ আনন্দের হয় না।”

