সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনচেলত্তির ব্রাজিলের ম্যাড়ম্যাড়ে শুরু, নেই গোলের দেখা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১১:০৫ এএম

শেয়ার করুন:

আনচেলত্তির ব্রাজিলের ম্যাড়ম্যাড়ে শুরু, নেই গোলের দেখা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি তার প্রথম ম্যাচেই চাপে পড়ে গেছেন। বৃহস্পতিবার ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে শুরু হলো তার যাত্রা, যা ব্রাজিল সমর্থকদের জন্য হতাশারই নামান্তর।

ব্রাজিল পুরো ম্যাচেই ইকুয়েডরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়। প্রথমার্ধে সুযোগও তৈরি করতে পারেনি সেলেসাওরা। সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি আসে যখন গার্সনের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র শট নেন, কিন্তু ইকুয়েডর গোলরক্ষক গঞ্জালো ভায়ে দারুণভাবে তা ফিরিয়ে দেন।


বিজ্ঞাপন


আগের কোচ ডোরিভাল জুনিয়রের তুলনায় আনচেলত্তি দলে বেশ কিছু পরিবর্তন এনেছেন। ডোরিভাল আর্জেন্টিনার কাছে ৪-০ গোলে হারের পর চাকরি হারান, আর আনচেলত্তি দায়িত্ব নিয়েই ঝাঁপিয়ে পড়েন দল সাজানোর কাজে।

৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ ভিনিসিয়ুসকে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি দিয়েছেন। দলে ফিরিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ও ফরোয়ার্ড রিচার্লিসনকে। রাফিনহা নিষেধাজ্ঞায় না থাকায় তার জায়গায় বাঁ পাশে খেলান কিশোর প্রতিভা এস্তেভাওকে। ডিফেন্সে অভিষেক হয় ডিফেন্ডার অ্যালেক্সের।

brazil-draw-20250606104541

তবে এত কিছুর পরও ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে কিছুটা রক্ষণাত্মক মনে হয়েছে। ইকুয়েডর তাদের ঘরের মাঠে টানা ১৪ ম্যাচ অপরাজিত, তাদের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল।দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক হয় ইকুয়েডর। জন ইয়েবোয়ার পাস থেকে নিউলসন অ্যাঙ্গুলো একবার গোলের সামনে চলে এসেছিলেন, তবে অফসাইডের ফাঁদে পড়ায় রক্ষা পায় ব্রাজিল।


বিজ্ঞাপন


অন্যদিকে, ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ভিনিসিয়ুসের পাস থেকে বক্সে দারুণ একটি সুযোগ পেয়েও রিচার্লিসন মিস করেন। আর কাসেমিরোর দূরপাল্লার এক জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভায়ে।

এই ড্রয়ের ফলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আরও কাছাকাছি চলে এসেছে ইকুয়েডরের বিশ্বকাপ খেলার স্বপ্ন। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। মঙ্গলবার তারা মুখোমুখি হবে নবম স্থানে থাকা পেরুর।

ম্যাচ শেষে কাসেমিরো বলেন, “ইকুয়েডর এখন অনেক গোছানো দল, তারা ভালো খেলছে। ধীরে ধীরে আমরাও উন্নতি করব। আজ আমাদের রক্ষণভাগ ভালোই ছিল। আবার ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারাটা দারুণ আনন্দের, বিশেষ করে এমন অসাধারণ এক কোচের অধীনে খেলা।”

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলেন, “আনচেলত্তি এখনো তার পরিকল্পনা পুরোপুরি তুলে ধরেননি।” “তবে আমরা মানিয়ে নেব। বিশ্বকাপ একেবারে সামনে। দক্ষিণ আমেরিকা বাছাইয়ের শেষ দিকটা এবং বিশ্বকাপের প্রস্তুতি, সব মিলিয়ে আমাদের একসঙ্গে থাকতে হবে, ভালো কিছু করতে হবে।”

ব্রাজিলের সামনে এখন সুযোগ রয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করার। পরের সপ্তাহে যদি তারা প্যারাগুয়েকে হারাতে পারে এবং সপ্তম স্থানের দলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয় কিংবা তার বেশি থাকে, তাহলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর