ইউরোপিয়ান নেশন্স লিগের সেমিফাইনালের আগে নিজের দলের তারকা খেলোয়াড় উসমান দেম্বেলেকে ব্যালন ডি’অর জেতার জন্য পুরোপুরি সমর্থন দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। প্রতিপক্ষ স্পেন দলে থাকছেন ব্যালন ডি’অরের আরেক দাবিদার লামিন যামাল, তবে দেশমের পছন্দ স্পষ্ট- তিনি ফরাসি দেম্বেলের পক্ষেই।
চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য সিজন’ নির্বাচিত হয়েছেন দেম্বেলে। পিএসজির হয়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। গত শনিবারের ফাইনালের পর থেকেই ব্যালন ডি’অর নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকে মনে করছেন, এই পুরস্কারের দৌড়ে বার্সেলোনা ও স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও রাফিনিয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন পিএসজি ফরোয়ার্ড দেম্বেলে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে দেশম বলেন, “অবশ্যই আমি দেম্বেলেকে সমর্থন করি। ও ফরাসি, আর যে রকম মৌসুম কাটাচ্ছে, তাতে তার নামটা এগিয়েই থাকে।” “নেশন্স লিগও এই বিতর্কে নতুন কিছু যুক্ত করতে পারে, ক্লাব বিশ্বকাপও সামনে আছে। কিন্তু এখনই যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি বলব ১০০ ভাগ আমি দেম্বেলেকেই বেছে নেব।” তিনি আরও বলেন, “আপনি যদি স্প্যানিশদের জিজ্ঞেস করেন, তারা অবশ্য এমন কিছু বলবে না। কিন্তু উসমান দেম্বেলের যা পারফরম্যান্স ছিল, তাতে সে পুরস্কারের দাবিদার, এটা পরিষ্কার।”
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলে এসেই বৃহস্পতিবারের সেমিফাইনালে মাঠে নামতে হবে দেম্বেলেকে। তবে এতে কোনো সমস্যা দেখছেন না দেশম। তিনি জানিয়েছেন, পিএসজির আরও কয়েকজন তারকা, ওয়ারেন জাইর-এমেরি, ব্র্যাডলি বারকোলা, দেজিরে দোয়ে এবং লুকাস হার্নান্দেজ- সবাই দলেই থাকবেন। তবে দেম্বেলেরা যে ইন্টারের বিপক্ষে জিতেছেন, সেই দলের দুই ফরাসি ফুটবলার- মারকাস তুরাম ও বেনজামিন পাভার, তাদের খেলা নিয়ে রয়েছে কিছুটা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ আছে।
দেশম বলেন, “ওরা সবাই এখানে, তাই আমি ওদের উপর নির্ভর করছি। সোমবার সন্ধ্যায় যখন ওদের দেখলাম, তখন ওরা বেশ উৎফুল্ল ছিল। অবশ্যই একটু ক্লান্তিও ছিল। অন্যদিকে, বেনজামিন ও মারকাস ছিল পরাজিত দলের সদস্য, তাদের আবেগটা একেবারে ভিন্ন ছিল।” “এ ধরনের বড় ম্যাচের পর স্বাভাবিকভাবেই মানসিকভাবে একটু নিচে নেমে আসা স্বাভাবিক। তবে এখন আমাদের দ্রুত আবার মনোযোগ ফিরিয়ে আনতে হবে, কারণ ম্যাচ একেবারে সামনে।”
এদিকে কিলিয়ান এমবাপ্পে এবার রিয়াল মাদ্রিদে যোগ দিলেও এই মৌসুমে না পেয়েছেন লিগ শিরোপা, না জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। তবে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তার ওপর দেশের ভরসাও তাই আগের মতোই অটুট।
বিজ্ঞাপন
দেশম বলেন, “তোমরা যেমন তার মৌসুম দেখেছ, আমিও দেখেছি। এখন সে দারুণ ফিট, শারীরিকভাবেও আরও শক্তিশালী এবং ফুটবলটাও আরও ভালো খেলছে। কোনো কিছুই বদলাবে না, এমবাপ্পে থাকছে দলের কেন্দ্রবিন্দু হিসেবেই।”

