সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলের জার্সিতে রিয়ালের ভিনিসিউসকে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের জার্সিতে রিয়ালের ভিনিসিউসকে চান আনচেলত্তি

ভিনিসিয়ুস জুনিয়র যেন ব্রাজিল জাতীয় দলে রিয়াল মাদ্রিদের মতো পারফর্ম করতে পারেন, সেটাই এখন প্রধান লক্ষ্য বলে জানালেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ভিনিসিয়ুসকে নিয়ে একসঙ্গে দুইটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা জেতা আনচেলত্তি বললেন, প্রতিপক্ষের রক্ষণে ভিনিসিয়ুস যেভাবে অস্থিরতা তৈরি করেন, তাতে তিনি দলের জন্য অমূল্য সম্পদ।

“আমি জানি না, সে জাতীয় দলে সর্বোচ্চ ফর্মে ছিল কি না। তবে তার হাতে এখনো সময় আছে, সে যেন রিয়ালে যা করে, সেটাই এখানে করতে পারে,” আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বলেন আনচেলত্তি। এটিই হবে তাঁর জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ম্যাচ। তিনি আরও বলেন, “ভিনিসিয়ুস আমাদের জন্য একজন মূল খেলোয়াড়। আমাদের কাজ হবে তাঁকে সেরা পারফরম্যান্সের অবস্থায় রাখা।”


বিজ্ঞাপন


২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবার খেলেছিলেন ভিনিসিয়ুস। এরপর থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও নিয়মিত ছিলেন তিনি। তবে রিয়ালে যেমন দুর্দান্ত, জাতীয় দলে তেমন ধারাবাহিকতা দেখা যায়নি, স্বাভাবিক ছন্দ থেকেও কিছুটা পিছিয়ে ছিলেন। তাঁর কৌশলগত পরিকল্পনা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, তিনি একটি সংগঠিত, ভারসাম্যপূর্ণ দল গড়তে চান।

“আমি এমন একটা দল চাই না যার খেলার ধরন একেবারে আগেই বলে দেওয়া যায়। আমরা কী ৪-৩-৩ খেলি আর কী ৪-৪-২—সবকিছুতে মূল বিষয় হচ্ছে ভালোভাবে দলগতভাবে রক্ষা করা। আর বল পেলে সৃজনশীলতা দেখাতে হবে,” বলেন ইতালিয়ান কোচ। তিনি আরও বলেন, “আজকের ফুটবলে শুধু ব্যক্তিগত স্কিলই যথেষ্ট নয়; তার সঙ্গে মানসিকতা, লড়াকু মনোভাব আর দায়িত্ববোধও জরুরি।”

প্রথম ম্যাচের শুরুর একাদশ জানাতে চাননি আনচেলত্তি। তবে প্রশংসা করেছেন ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের, যিনি পালমেইরাস ছেড়ে এবার যাচ্ছেন চেলসিতে। ইতোমধ্যেই জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে তাঁকে।

“এস্তেভাও খুবই প্রতিভাবান। ওর মধ্যে আলাদা কিছু আছে। চরিত্রও ভালো, মানুষ হিসেবে দারুণ, খুব নম্র। কিন্তু একজন তরুণ খেলোয়াড়কে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, যত্ন নিতে হবে। ওর মধ্যে এমন গুণ আছে, যেগুলো ভবিষ্যতে ব্রাজিল দলে অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে তাঁকে,” বলেন আনচেলত্তি।


বিজ্ঞাপন


দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর দ্বিতীয় স্থানে, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক নিচে। বাছাই থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে। পরবর্তী ম্যাচে সাও পাওলোতে তারা মুখোমুখি হবে প্যারাগুয়ের। সেখানে জয় পেলে আগেভাগেই নিশ্চিত হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিলের জায়গা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর