বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ আসরের টিকিট বিক্রির লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে বণ্টন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেসব দল খেলোয়াড় ও স্টাফদের পারিশ্রমিকসহ সব খরচ পরিশোধ করেছে, তারা লভ্যাংশের পুরো টাকাই পেয়েছে। অন্যদিকে, খেলোয়াড়দের বকেয়া রাখা ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে বিসিবি সেই লভ্যাংশ থেকে পাওনা কেটে নিয়েছে। কারও কারও কাছে উলটো টাকা পাবে বিসিবি।
দেনা-পাওনা শেষে বিসিবি থেকে কত টাকা পাচ্ছে বিপিএলের দলগুলো-
বিজ্ঞাপন
ফরচুন বরিশাল: সব খরচ পরিশোধ করায় তারা পুরো ৫৫ লাখ টাকা লভ্যাংশ পেয়েছে।
চিটাগং কিংস: প্রাপ্য ছিল ২ কোটি ৫ লাখ টাকা। তবে হোটেল বিল ও খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ বিসিবি কেটে নিয়েছে ১ কোটি ৭০ লাখ ১১ হাজার ৫০০ টাকা। তাই তারা পাচ্ছে ৩৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
রংপুর রাইডার্স: প্রাপ্য ছিল ৯৫ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৫০ লাখ টাকা বকেয়া থাকায় তারা পাচ্ছে ৪৫ লাখ টাকা।
খুলনা টাইগার্স: মোট পাওয়ার কথা ছিল ১ কোটি ১৫ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি ও পারিশ্রমিক বাবদ কেটে নেওয়া হয়েছে ৭৩ লাখ টাকা। তাই পাচ্ছে ৪২ লাখ টাকা।
বিজ্ঞাপন
ঢাকা ক্যাপিটালস: তাদের পাওনার সমান পরিমাণ পারিশ্রমিক বকেয়া (৪৫ লাখ টাকা), ফলে তারা কোনো টাকা পাচ্ছে না, বিসিবির কাছেও কোনো দেনা নেই।
সিলেট স্ট্রাইকার্স: টিকিট বাবদ প্রাপ্য ৪৫ লাখ টাকা থাকলেও ফ্র্যাঞ্চাইজি ফি ও পারিশ্রমিক মিলিয়ে ৫৪ লাখ ৫০ হাজার টাকা বকেয়া। ফলে উলটো বিসিবিকে দিতে হবে ৯ লাখ ৫০ হাজার টাকা।
দুর্বার রাজশাহী: টিকিট লভ্যাংশে প্রাপ্য ছিল ৪৫ লাখ টাকা। তবে খেলোয়াড়দের বকেয়া রয়েছে ৫৪ লাখ ৯০ হাজার টাকা। ফলে বিসিবি পাবে ৯ লাখ ৯০ হাজার টাকা।

