দুজনেই নিজ নিজ খেলার কিংবদন্তি বিরাট কোহলি ক্রিকেটে, হ্যারি কেইন ফুটবলে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত অর্জন এবং দলের হয়েও নানা সাফল্য থাকলেও, একটি কাঙ্ক্ষিত শিরোপা দীর্ঘদিন ধরে অধরা ছিল দুই মহাতারকার জন্য। কোহলির জন্য সেটা ছিল আইপিএল ট্রফি, আর কেইনের জন্য একটি ক্লাব শিরোপা। শেষমেশ প্রায় একই সময়ে মিলল তাদের স্বপ্নপূরণের মুহূর্ত, দুজনেই জিতলেন সেই বহু কাঙ্ক্ষিত ট্রফি।
গত মাসের শুরুতেই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতে ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বড় শিরোপা হাতে পান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ১৫ বছরের ক্যারিয়ারে বহু গোল আর ব্যক্তিগত রেকর্ডের মালিক হলেও, এটিই ছিল তার প্রথম ক্লাব ট্রফি।
বিজ্ঞাপন
অন্যদিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলির দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান হলো আইপিএলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে একাধিকবার প্লে-অফ ও ফাইনাল খেলেও এতদিন অধরাই ছিল শিরোপা। অবশেষে পাঞ্জাব কিংসকে হারিয়ে সেই দুঃখ মুছে দেন কোহলি ও তার দল। প্রথমবারের মতো আরসিবির হাতে ওঠে আইপিএল শিরোপা, আর কোহলির ক্যারিয়ারেও যুক্ত হয় বহুল প্রত্যাশিত এই অর্জন।
এই যুগল সাফল্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয় দারুণ এক মুহূর্ত। আইপিএল ফাইনালের পর নিজের ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেন হ্যারি কেইন। ছবিতে দেখা যায়, কেইনের হাতে কোহলির আইকনিক ১৮ নম্বর জার্সি, আর কোহলির হাতে ইংল্যান্ড দলের হয়ে কেইনের ১০ নম্বর জার্সি।
ছবির ক্যাপশনে কেইন লেখেন, 'আর্কাইভের পাতা একটি মুহূর্ত সামনে এনে প্রথম আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল অভিনন্দন! অবিশ্বাস্য এক অর্জন।'

