সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাত মাস পর আর্জেন্টিনা দলে ফিরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

সাত মাস পর আর্জেন্টিনা দলে ফিরে যা বললেন মেসি

সাত মাসের দীর্ঘ বিরতি শেষে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন এই বিশ্বকাপজয়ী তারকা।

মেসিকে স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লেখেন, 'হ্যালো লিও, আমার হৃদয়ের মানুষ! এখন সকালের কাজ শুরু হোক শান্তিতে, সে এখন ঘরে ফিরেছে।' 
 
মেসিও সামাজিক যোগাযো গমাধ্যমে নিজের ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন দুটি শব্দে- 'ঘরে ফিরেছি' ও 'বাড়ি'। 


বিজ্ঞাপন


৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন গত বছরের নভেম্বরে। এরপর পেশির চোটের কারণে মার্চ মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে অংশ নিতে পারেননি। যদিও ততদিনে লিওনেল স্কালোনির দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে।

সোমবার নিজ নামাঙ্কিত বুয়েনস আইরেসের অনুশীলন কমপ্লেক্সে এসে দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে দুর্দান্ত ফর্মে থাকা আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা ফেরায় আর্জেন্টাইন শিবিরে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

এদিকে, আর্জেন্টিনার বাছাইপর্বে পরবর্তী দুই ম্যাচ সামনে রেখে দলে যুক্ত হয়েছেন তিন নতুন মুখ- ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং ১৭ বছর বয়সী উদীয়মান ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ইউরোপের বড় ক্লাবগুলো এরই মধ্যে মাস্তান্তুওনোর প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে।

বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) চিলির মুখোমুখি হবে তারা। এরপর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলোম্বিয়ার বিপক্ষে খেলবে স্কালোনির দল।


বিজ্ঞাপন


তবে সামনের ম্যাচে কিছু মূল খেলোয়াড়কে পাবে না আর্জেন্টিনা। বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এক ম্যাচের নিষেধাজ্ঞায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না। তার জায়গায় ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে রক্ষণে দেখা যেতে পারে লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনাকে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর