সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথমবার আইপিএল জিতবে কারা, কোহলির বেঙ্গালুরু না প্রীতি জিনতার পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ১০:৫২ এএম

শেয়ার করুন:

প্রথমবার আইপিএল জিতবে কারা, কোহলির বেঙ্গালুরু না প্রীতি জিনতার পাঞ্জাব

নিশ্চিতভাবেই আইপিএলের ২০২৫ মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, ৩ জুন। সন্ধ্যা ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং পাঞ্জাব কিংস। এই দুই দলই এখনও আইপিএল ট্রফির মুখ দেখেনি। ফলে, এক দলের জন্য আজ রাতটা হতে যাচ্ছে ইতিহাস গড়ার রাত।

বিরাট কোহলির ক্যারিয়ারে আছে অনেক অর্জন, কিন্তু আইপিএলের শিরোপাটা এখনও অধরাই। ১৭ বছর ধরে এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেও ট্রফির স্বাদ পাননি তিনি। এবার কি তবে হবে সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ? কোহলির এই শেষ সময়ের আগে তাঁর সতীর্থরাও চাইছেন তাকে উপহার দিতে প্রথম শিরোপা।


বিজ্ঞাপন


অন্যদিকে, পাঞ্জাব কিংসও এবার সুযোগ পেয়েছে নিজেদের ইতিহাস বদলানোর। দীর্ঘদিন ধরে তারা শুধু চমক দেখিয়ে গেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাদের কাপ্তান শ্রেয়াস আইয়ার, যিনি অন্য দলের হয়ে আইপিএল জয়ের অভিজ্ঞতা রাখেন। তার নেতৃত্বেই পাঞ্জাব স্বপ্ন দেখছে প্রথম শিরোপার। 

আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রিজার্ভ ডে থাকায় ম্যাচ বাতিলের শঙ্কা কম। পিচের চরিত্র অনুযায়ী রান হতে পারে বেশ ভালো, যদিও নতুন বলে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। তবে ম্যাচ গড়ালে রিস্ট স্পিনাররাই হতে পারেন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কারিগর। গুরুত্বপূর্ণ বিষয় হলো – এই মাঠে পরের ইনিংসে ব্যাট করা দল তুলনামূলকভাবে বেশি সুবিধা পায়।

পরিসংখ্যান বলছে দুই দলের মুখোমুখি ৩৬ ম্যাচে সমান ১৮টি করে জয়। আহমেদাবাদে একমাত্র সাক্ষাতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। তবে শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে আরসিবি। চলতি আইপিএলে তিনবার মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে এগিয়ে বেঙ্গালুরু।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর