সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চিকুনগুনিয়ার প্রকোপে পেছাল এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

চিকুনগুনিয়ার প্রকোপে পেছাল এশিয়া কাপ ক্রিকেট

৬ জুন শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারীদের ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় আসর। কিন্তু টুর্নামেন্টটি আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভি জানিয়েছেন, ‘খারাপ আবহাওয়া’ আর চিকুনগুনিয়া রোগের স্বাস্থ্যঝুঁকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাকভি এক্স (আগের টুইটার)-এ লিখেছেন, “এসিসি অঙ্গীকারবদ্ধ যে, নারী ক্রিকেটারদের উন্নয়ন এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দেবে। এই টুর্নামেন্টের কৌশলগত গুরুত্ব আমরা বুঝি, কারণ এটি এশিয়ার মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার বড় মঞ্চ। খুব শিগগিরই আমরা নতুন সময়সূচি ঠিক করার চেষ্টা করব।”


বিজ্ঞাপন


তিনি আরও জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শামি সিলভা আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে চিঠি লিখেছিলেন। তারপরেই স্থগিত করার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আসলে, গত সপ্তাহে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল হওয়ায় দেশজুড়ে বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

এসিসি বলেছে, নতুন সূচি পরে ঘোষণা করা হবে। প্রথম আসরটি হয়েছিল ২০২৩ সালে হংকংয়ে। সেবার ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৩১ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত ‘এ’। পুরো টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিয়েছিল এবং ১৫টি ম্যাচ হয়েছিল, যেখানে নকআউট পর্বও অন্তর্ভুক্ত ছিল। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন ভারতের শ্রীয়াঙ্কা পাতিল।

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, এশিয়া কাপ বা মহিলা ইমার্জিং এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিয়ে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এসিসি-কে জানায়নি। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে ছয় দলের পুরুষ এশিয়া কাপ আয়োজন করবে ভারত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর