সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন হতে পারে খেলাধুলা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন হতে পারে খেলাধুলা’

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির উদ্যোগে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার লাহোরের গভর্নর হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

রাষ্ট্রপতি জারদারি দুই দলের ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চলমান টি-টোয়েন্টি সিরিজে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দল তাদের দেশের প্রতিনিধিত্ব করে পাকিস্তানে এসেছে, যা দুই দেশের বন্ধুত্বের নিদর্শন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘খেলাধুলা দেশের মধ্যে সুসম্পর্ক গড়তে বড় ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের উচিত এই সম্পর্ককে আরও দৃঢ় করা।’

বক্তব্যে তিনি ১৯৭১ সালের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘আমি সেই প্রজন্মের মানুষ, যারা সেই বেদনার সাক্ষী। আজকের প্রজন্ম হয়তো সেই অনুভূতি পুরোপুরি বুঝবে না।’

বাংলাদেশের প্রশংসা করে জারদারি বলেন, ‘বাঙালিরা এই অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জাতি। বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

তিনি আরও যোগ করেন, ‘দুই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। একসঙ্গে কাজ করলে উভয়েরই কল্যাণ নিশ্চিত করা সম্ভব।’


বিজ্ঞাপন


তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন গড়তে খেলাধুলা হতে পারে একটি কার্যকর মাধ্যম।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর