সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, সূচি প্রকাশ! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, সূচি প্রকাশ! 

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান দল আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে। সফরে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যেটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বিসিবি ও পিসিবির শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ সফর শেষ করার পর পাকিস্তান দল ক্যারিবিয়ান অঞ্চলে যাবে। সেখানে ৩১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে, এরপর একটি ওয়ানডে সিরিজেও অংশ নেবে।

এদিকে, পাকিস্তান ও বাংলাদেশের চলমান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান ইতোমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের সূচি:

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ: ২০ জুলাই


বিজ্ঞাপন


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ: ২২ জুলাই

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ: ২৪ জুলাই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর