সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের মহাযুদ্ধ: পিএসজির প্রথম নাকি ইন্টারের চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের মহাযুদ্ধ: পিএসজির প্রথম নাকি ইন্টারের চার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম যখন শেষ প্রান্তে, তখন যেন নাটকীয়তার সব রসদ জমে উঠেছে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। আজ রাতে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন জগতের দুই দল। ফরাসি পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ইতালিয়ান দৈত্য ইন্টার মিলান। রাত ১টায় মাঠে নামবে তারা, কিন্তু মাঠের বাইরে উত্তেজনা পৌঁছেছে চূড়ায়!

একদিকে পিএসজি কাতারি মালিকানাধীন এই ক্লাবটি গত এক দশকে ইউরোপ শাসনের স্বপ্নে ভেসে এসেছে। মেসি, নেইমার, এমবাপে বিশ্ব ফুটবলের সব তারকা একে একে দলভুক্ত করেও সেই কাঙ্ক্ষিত ইউরোপ সিংহাসন অধরাই থেকে গেছে। ২০২০ সালে একবার উঠেছিল ফাইনালে, কিন্তু সেখানে থেমে গিয়েছিল যাত্রা। এবার লুইস এনরিকের হাত ধরে আবারও সেই স্বপ্ন সোনালি আলোয় জ্বলে উঠেছে।


বিজ্ঞাপন


অন্যদিকে ইন্টার মিলান ইতিহাস, ঐতিহ্য আর অভিজ্ঞতার এক জীবন্ত প্রতিচ্ছবি। ২০১০ সালে শেষবার ইউরোপ জয়ের পর আর শিরোপার দেখা পায়নি তারা। তবে পুরনো যোদ্ধারা এখনো হাল ছাড়েনি। এবার ফাইনালে এসে দাঁড়িয়েছে তারা, হয়তো নিজেদের শেষ উজ্জ্বল মুহূর্তটি উপহার দিতেই।

এদিকেবএই ম্যাচে যেন ফুটবল দুই প্রজন্মের মুখোমুখি সংঘর্ষ। পিএসজির সম্ভাব্য একাদশের গড় বয়স ২৪ বছরের কাছাকাছি। ভিতিনহা, ডেম্বেলে, উগারতে, খাভারতাস্কেলিয়া। এদের চোখে এখনো নতুন ফুটবলের রঙিন স্বপ্ন। তারা ফুটবলের শিল্প রচনা করে পাসে, গতিতে, আগ্রাসনে। তাদের কাঁধে চাপ আছে, কিন্তু আছে অকুতোভয় সাহসও।

অন্যদিকে ইন্টারের স্কোয়াড অভিজ্ঞতায় ভরপুর। তাদের সম্ভাব্য একাদশের গড় বয়স ৩০ বছরের ওপরে। আটজন খেলোয়াড় এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন। লাওতারো মার্টিনেজ ও মার্কাস থুরামের বোঝাপড়া, বাস্তোনি-আচেরবি-দামফ্রিজের রক্ষণব্যুহ, এবং গোলবারের নিচে ওনারানার উপস্থিতি। সব মিলিয়ে এক ট্যাকটিক্যাল দেয়াল তৈরি করেছে তারা।

লুইস এনরিক, যিনি বার্সেলোনাকে দিয়েছিলেন ঐতিহাসিক ট্রেবল, এবার পিএসজিকে নিয়ে এসেছেন এমন এক জায়গায় যেখানে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে নতুনভাবে। তার অধীনে পিএসজি হয়ে উঠেছে একটি কল্পনাপ্রসূত আক্রমণাত্মক দল, যারা রক্ষণেও সুশৃঙ্খল।


বিজ্ঞাপন


সিমোনে ইনজাঘি অবশ্য কিছুটা পর্দার আড়ালের জাদুকর। ট্যাকটিকসে এনরিকের মতো গ্ল্যামার না থাকলেও, তার স্কোয়াডে আছে ভারসাম্য, কঠোর অনুশাসন আর অভিজ্ঞতা। এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও।

এই মৌসুমে দুই দলই একাধিক হট-ফেভারিটকে হারিয়ে এসেছে। পিএসজি বিদায় করেছে লিভারপুল ও আর্সেনালকে। অন্যদিকে ইন্টার চমকে দিয়েছে বার্সা ও বায়ার্নকে। দুই দলের শেষ চার মুখোমুখি লড়াইয়ে জয় ২-২। ফলে বোঝাই যাচ্ছে, ম্যাচের ফল কোন দিকে যাবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করাও যেন বাতুলতা!

তবে একটি বিষয় স্পষ্ট, আজকের ম্যাচ যে টাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না! আর সেক্ষেত্রে ডোনারুম্মা বনাম ওনারানা এই দুই মহারথীর কিপিং স্কিলই হতে পারে ম্যাচের নিয়ন্তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর