সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিসিবির চেয়ারে বসেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের নতুন সিদ্ধান্ত বুলবুলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

বিসিবির চেয়ারে বসেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের নতুন সিদ্ধান্ত বুলবুলের

অনেক দিনের স্বপ্ন, যা বারবার আলোচনায় এসেছে, পরিকল্পনায় থেকেছে, কিন্তু বাস্তবায়নের মুখ দেখেনি। অবশেষে সেই স্বপ্ন বাস্তবতার পথে হাঁটতে শুরু করেছে। বাংলাদেশের ক্রিকেটে এবার শুরু হচ্ছে নতুন এক যাত্রা, নতুন এক অধ্যায় 'বিকেন্দ্রীকরণের'।

বিসিবির নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েই যে কথা সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন, তা হলো ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া। একসময় জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন তিনি, এবার জাতীয় ক্রিকেটের প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে বসে শুরু করলেন বড় একটি পরিবর্তনের পথে যাত্রা।


বিজ্ঞাপন


প্রথম পদক্ষেপ হিসেবে বিসিবি খুলছে দুটি আঞ্চলিক অফিস। একটি রাজশাহীতে, আরেকটি চট্টগ্রামে। দীর্ঘদিন ধরেই ঢাকাকেন্দ্রিক ক্রিকেট অবকাঠামোর বাইরে এসে দেশের অন্যান্য অঞ্চলেও সুযোগ ও সম্পদের সমান বণ্টনের দাবি ছিল। বুলবুল সেই কথাই বাস্তবে রূপ দিতে চাচ্ছেন।

বিসিবি এছাড়াও কোচ, আম্পায়ার ও কিউরেটরদের উন্নতির প্রোগ্রামও হাতে নিয়েছে।

রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক স্বপন চৌধুরীকে এবং চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন। ইতোমধ্যেই কাজও শুরু হয়ে গেছে। মিডিয়া কমিটির প্রধান ইফতিখার আহমেদ মিঠু বলেন, ‘এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।’

জানা যায়, বুলবুল দায়িত্ব নিয়েই দিয়েছেন একটি বিস্তৃত প্রেজেন্টেশন, যেখানে ক্রিকেটের মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, হাই-পারফরম্যান্সের সুযোগ, এবং খেলাধুলার মূল স্পিরিট ধরে রাখার মতো বিষয়গুলো ছিল গুরুত্বের সঙ্গে উপস্থাপিত।


বিজ্ঞাপন


মিঠুর ভাষায়, ‘প্রেসিডেন্টের পরিকল্পনার মধ্য থেকে আমরা ৩-৪টি কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছি। তিনি প্রতিটি বিভাগীয় প্রধানের কাছ থেকে আলাদা প্রেজেন্টেশনও চেয়েছেন। এতে বোঝা যায়, তিনি কেবল কথা নয় কার্যকর পদক্ষেপেই বিশ্বাসী।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর