সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্দান্ত ফিফটিতে মুম্বাইকে কোয়ালিফায়ারে তুলে যা বললেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

দুর্দান্ত ফিফটিতে মুম্বাইকে কোয়ালিফায়ারে তুলে যা বললেন রোহিত

আইপিএল ২০২৫-এ এখন পর্যন্ত চারটি হাফ-সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। মজার বিষয়, এই চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বশেষ ইনিংস, এলিমিনেটরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫০ বলে ৮১ রান, দুর্দান্ত এই ইনিংস খেলার পথে ছিল ভাগ্যের সহায়তা পেয়েছেন রোহিত, আর সেই ভাগ্যকেই কাজে লাগিয়ে দলকে তুললেন কোয়ালিফায়ার ২-এ, যেখানে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

দলকে কোয়ালিফায়ারে তোলার পথে দুর্দান্ত এই ইনিংস খেলার পর রোহিত বলেন, “আরও কিছু হাফ-সেঞ্চুরি পেলে ভালো হতো, অবশ্যই চাইতাম। কিন্তু আজকের দিনটা আমাদের দলের জন্য দারুণ ছিল। এলিমিনেটর ম্যাচের গুরুত্ব আমি ভালোভাবে বুঝি, আর এই ধাপটা পেরিয়ে পরের ধাপে যাওয়া আমাদের জন্য বড় কথা। এটা ছিল পুরো দলের সম্মিলিত পারফরম্যান্স, যেটা নিয়ে আমরা সত্যিই গর্বিত।”


বিজ্ঞাপন


ম্যাচের প্রথম তিন ওভারেই দুইবার জীবন পেয়েছিলেন রোহিত। সেই সুযোগগুলো পুরোপুরি কাজে লাগিয়ে দলকে পৌঁছে দিলেন ২০০ রানের বেশি স্কোরে। চারটি ছক্কা হাঁকিয়ে তিনি আইপিএলের ইতিহাসে ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩০০ ছক্কার মাইলফলক ছুঁলেন।

রোহিত মজা করে বলেন, “সব শটই আমি আগেও খেলেছি, কিন্তু আগে ভাগ্যে হয়নি, বল ফিল্ডারের হাতে গিয়েছিল। আজকে ভাগ্য আমার পক্ষে ছিল। ওই দুইটা ক্যাচ পড়ে যাওয়ার পরও কিন্তু রান করতে আপনাকে ভালো খেলতেই হবে। আমি সেটাতেই মনোযোগ দিয়েছি, কীভাবে মোমেন্টাম ধরে রাখা যায়, কীভাবে টেম্পো বজায় রাখা যায়। আর আমাদের পুরো ব্যাটিং ইউনিটই সেটার দারুণ উদাহরণ দেখিয়েছে। পরে বোলাররাও ভালো সাপোর্ট দিয়েছে।”

রোহিত বিশেষভাবে প্রশংসা করেছেন জনি বেয়ারস্টোর, যিনি মুম্বাইয়ের হয়ে অভিষেকেই ঝড় তুলেছেন। রায়ান রিকেলটনের বদলে একাদশে ঢুকে বেয়ারস্টো ২২ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিতের সঙ্গে ৮৪ রানের ওপেনিং জুটিতে। বিশেষ করে পার্পল ক্যাপধারী প্রসিদ্ধ কৃষ্ণার ওপর ঝড় তোলেন, মাত্র ১১ বলে ৩৫ রান নিয়ে নেন।

রোহিত বেয়ারস্টোকে নিয়ে বলেন, “ওকে আমি বছরের পর বছর ধরে দেখেছি, কিন্তু প্রতিপক্ষ হিসেবে। এবার একই দলে খেলতে পেরে ভালো লাগছে। আমরা জানি ওর দক্ষতা কতটা, জানি কত অভিজ্ঞ ও এই ফরম্যাটে। শুরুতেই কী করতে পারে, সেটাই দেখিয়েছে। মনে হয়নি যে এটা ওর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচ। খুব দ্রুত মানিয়ে নিয়েছে, সুযোগ নিয়েছে, আর সেটাই কাজে লেগেছে। শুরুটা ভালো পেলে আমরা জানি সেটা কীভাবে কাজে লাগাতে হয়, আর ঠিক সেটাই করেছি আমরা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর