সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবির নতুন সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

সাকিবের দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবির নতুন সভাপতি

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছিল তারই সুবাদে পরিবর্তন এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ। তবে নয় মাসের মাথায় দায়িত্ব ছাড়তে হয়েছে ফারুককে। তার জায়গায় নতুন করে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অঅধিনায়ক ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

বুলবুল যে বিসিবি সভাপতি নির্বাচিত হবেন তা জানা গিয়েছিল আরও আগেই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাঁকে বিসিবির কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় গত পরশু রাতে, এরপর গতকাল তাঁকে বিসিবির পরিচালক করা হয়। পরে বিসিবি পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।


বিজ্ঞাপন


আরও পড়ুন- যেসব অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারালেন ফারুক

আরও পড়ুন- বিসিবির নতুন সভাপতি বুলবুল

সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুলবুল। সেখানে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। প্রায় আট মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন এই সাবেক অধিনায়ক। তিনি আর দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও নেই নিশ্চয়তা।

সাকিবের দলে ফেরার বিষয়ে বুলবুল বলেন, “আমরা সবাই টেনশনে আছি। (পাকিস্তানের বিপক্ষে) আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে আমাদের দলে বেশ কজন অলরাউন্ডার আছে। সাকিবের ব্যাপারটা হলো, সে তো বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আশা করব, সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “আমাদের ক্রিকেট বোর্ডে যে নির্বাচক কমিটি আছে, তারা দেখবে। আমাদের দল নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে। নির্বাচকরা সেটা অনুসরণ করবে। সেটা আমরা সম্মান করব।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর