সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে দলে পাচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে দলে পাচ্ছে রিয়াল

ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তা জানাই ছিল। তবে ইংলিশ এ ডিফেন্ডার ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালে যাবেন নাকি পরে তা নিশ্চিত ছিল। অবশেষে ক্লাব বিশ্বকাপের আগেই আর্নল্ডকে পাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। লিভারপুলের সঙ্গে ১০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে রিয়াল। রোববার থেকে শুরু হচ্ছে ট্রান্সফার উইন্ডো, সেদিনই স্প্যানিশ জায়ান্টদের হয়ে নিবন্ধিত হবেন এই ইংলিশ ডিফেন্ডার।

মাদ্রিদ এরই মধ্যে লিভারপুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সমঝোতায় পৌঁছে গেছে। লিভারপুলের সঙ্গে জুনের শেষ পর্যন্ত আলেকজান্ডার-আর্নল্ডের চুক্তি থাকলেও, রিয়াল এককালীন ১০ মিলিয়ন ইউরো দিয়ে সেটা আগেভাগেই শেষ করছে। জুন মাসের বেতনও রিয়াল দেবে।


বিজ্ঞাপন


মূলত ক্লাব বিশ্বকাপের আগে তাকে নিতে আগ্রহী রিয়াল। ১৪ জুন থেকে শুরু হচ্ছে আসরটি, তাই দলে নতুন তারকাকে দ্রুত পেতে চেয়েছে তারা।

এদিকে লিভারপুল চাইলে ডিসেম্বরেই ট্রেন্টকে ছেড়ে দিতে পারত, তখন রিয়ালের প্রথম প্রস্তাব ছিল প্রায় ২০ মিলিয়ন পাউন্ড। তবে শিরোপা লড়াইয়ের সময় তাকে ছেড়ে দিতে চায়নি কোচ আরনে স্লট। শেষমেশ সেই সিদ্ধান্ত কাজে লেগেছে, ট্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিভারপুলের শিরোপা জয়ে।

ট্রেন্টের বদলে ডিফেন্ডার হিসেবে বায়ার লেভারকুজেনের জেরেমি ফ্রিমপংকে আনতে যাচ্ছে লিভারপুল। এই ডাচ ডিফেন্ডারের জন্য খরচ পড়বে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড। পাশাপাশি, জার্মানির তারকা মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে আনতে রেকর্ডমূল্যের চুক্তির জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

এছাড়া নজরে আছে বোর্নমাউথের ডিফেন্ডার মিলোস কেরকেজ, যার বাজারমূল্য প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ড।


বিজ্ঞাপন


গুজব আছে, লুইস দিয়াস আর ডারউইন নুনেজকে টার্গেট করছে সৌদি আরবের ক্লাবগুলো। যদি এদের মধ্যে কেউ ক্লাব ছাড়ে, তাহলে আরেকজন স্ট্রাইকার নেওয়ার জন্যও প্রস্তুত লিভারপুল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর