বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। সরকার ও পরিচালকদের চাপের মুখে কোণঠাসা বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন প্রায় বিদায়ের মুখে। ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক কোটায় তাঁর বাদ পড়ার পর বিসিবি সভাপতির পদে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন তিনি। গত দুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় এগুলোই। অন্যদিকে, পাকিস্তানে বাংলাদেশ দলের সিরিজ নিয়ে খুব একটা মনোযোগ নেই ক্রিকেট বোর্ড কিংবা গণমাধ্যমের।
বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দেশের মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাচ্ছে।
বিজ্ঞাপন
তামিম বলেন,'পাকিস্তানে আজকে মাত্র ৪ জন সাংবাদিক দেখেছি। বাংলাদেশ আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে কিংবা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সাথেই খেলুক, সব সময় সাংবাদিক সংখ্যা থাকে ৪ জন। আমি এমনটা আগে কখনো দেখিনি। এটা একটা বার্তা দিচ্ছে ক্রিকেট হয়তো তার আকর্ষণ হারাচ্ছে।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তামিম। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের মূল লক্ষ্য হওয়া উচিত ক্রিকেট নিয়ে কাজ করা, কিন্তু বাস্তবে অনেক সময় সেটা দেখা যায় না।
তিনি বলেন, 'ক্রিকেট বোর্ডের কাজ হওয়া উচিত ক্রিকেট নিয়ে। কিন্তু এখানে দেখি সবকিছুই হচ্ছে, শুধু ক্রিকেট ছাড়া। প্রেসিডেন্ট কে হবে, নির্বাচন কে করবে-এসব ছোটখাটো বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে। অথচ ক্রিকেটটাই গুরুত্ব পাচ্ছে না।'
তামিমের অনুরোধ, যারা বর্তমানে বোর্ডে আছেন কিংবা ভবিষ্যতে আসবেন, তারা যেন ক্রিকেটকে কেন্দ্র করে কাজ করেন। 'ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে। আমাদের সব জায়গায় স্ট্রাগল করতে হচ্ছে। এটা স্বীকার করে, এখনই ভাবা দরকার কীভাবে ঘুরে দাঁড়ানো যায়।'

